আমাদের কথা খুঁজে নিন

   

সামহয়্যারে সাহায্য পোষ্ট :: আমাদের অনুভূতির মৃত্যু



সামহয়্যারে সাহায্য পোষ্টগুলোতে আগের মত কেন জানি সাড়া পাওয়া যায়না । হয়তো সাহায্য পোষ্টগুলো দেখতে দেখতে আমাদের চোখ ক্লান্ত, হয়তো নিজের সামর্থ্য নেই সাহায্যের, হয়তো উটকো ঝামেলায় জড়াতে চাইনা, অথবা চোখ কান বন্ধ করে বেড়ালের মত ভাবি ব্যাপার আসলে ঘটছেইনা ! এই ধরনের পোষ্ট দেখতে দেখতে কিছুটা একঘেয়েমী ও চলে এসেছে!এছাড়া সাহায্য পোষ্ট নিয়ে শুনেছি অনেক নোংরা কেচ্ছা কাহীনি হয়েছে! ব্যাপার যাই থাকুক আসল ক্ষতিটা হয়েছে মানবতার, ভুক্তভোগীর! ব্লগ একটা আজব দুনিয়া! পুরো গ্রহ থেকেই বাংলা ভাষাভাষীরা এই ব্লগে আসেন, লেখেন, মতবিনিময় করেন । তাদের মধ্যে হতদরিদ্র থেকে শুরু করে সীমাহীন বিত্তশালী ব্যক্তিরা আছেন বলে জানি!তাদের দুয়েকজনের হয়তো শুধু পকেটের টাকা দিয়ে এক একটি চিকিৎসা হয়ে যেতে পারে! আর আমরা নিজেরাও সাধ্যের ভেতরে থেকে করতে পারি!অর্থ না থাকলেও অনেকের আছে সাংগঠনিক ক্ষমতা, সেখান থেকে অর্থ জোগাড়ের বিকল্প পন্থা পাওয়া যেতে পারে। সাহায্য পোষ্ট শুনতে যেমন শোভন নয়, যে লেখে তার জন্যও কিছুটা বিব্রতকর বলেই আমার বিশ্বাস। তারপর ও সাহায্য পোষ্ট লিখতে হয়।

এই দীর্ঘ ভূমিকাটা যার জন্য তার নাম আরমান!তার চিকিৎসার জন্য অকল্পনীয় পরিমান টাকা দরকার। পুরো বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুন তরুনীরা তার জন্য জেগে উঠেছে। পোষ্টার ছাপাচ্ছে, নাটক ফিল্ম শো করছে। আসলে তরুনদের কাছে তো নগদ টাকা থাকে না, তারুন্য তাদের সম্বল,সে টা পুঁজি করে যতদুর করা যায়। সামুতে অনেক পোষ্ট স্টিকি হয়েছে, আমি দু:খ পেয়েছি এই পোষ্টটা স্টিকি হয়নি বলে।

মূল লিংকের আরমানের দ্বীতিয় ছবিটা দেখুন ও কাঁদছে! (শিশুরা কি মৃত্যুর গন্ধ পায়! ) তবে ইতিহাস থেকে জানি তরুনরা কখনো হারেনি, এবার ও হারবেনা! জয় হোক তারুন্যর, জয় হোক মানবতার! মূল পোষ্টের লিঙ্ক: এখানে দেখুন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।