আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধকার সামনে!

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

আমাদের জন্যে কি আর আছে? আমি তো সামনে খালি অন্ধকার দেখি। সামনে তো কোন কিছুই দেখা যায় না। আমরা কোথায় যাব? একদল লোক এসে দিনেদুপুরে স্ত্রী-পরিবারের সামনে থেকে আপনাকে তুলে নিয়ে গেল। অপহরন করলো।

আপনি সাধু লোকের মত গেলেন সরকারের কাছে। থানায় গেলেন, ভীষন ভয়ংকর র‌্যাবের কাছে গেলেন, যারা নাকি তাদের হাতে বন্দীদের কথায় কথায় ক্রসফায়ারের ডর দেখায়। কেউই আপনার স্বামী বা স্বজনের খোজ এনে দিতে পারলো না। শেষ পর্যন্ত খোজ পেল কুকুর। আপনি মানুষ হয়ে জন্মেছিলেন এই জন্যে যে কুকুর আপনার শবদেহ টানাটানি করবে বলে! হায় আমাদের দেশ, হায় আমাদের মনুষত্ব্য, হায় আমাদের সমাজ।

সরকারের কাজ হলো মিটিং করে সবাইকে বলা যে বিগত সরকারের থেকে আমরা তোমাদের বেশি সুখে রেখেছি। আর এই যে অনাকাংখিত মৃত্যু, এর কোন জবাবদিহিতা নেই। চাইলেও কেন আমরা এ সব দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছি না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।