আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজ এর আর এক প্রতিপক্ষ

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা

১৯৯৪ খৃঃ সালে বিবিসিতে একটি সুন্দর ডকুমেন্টরী (প্রতিবেদন) দেখেছিলাম। নাম ছিল "The rise and rise of Microsoft" ঐসময় আমার বয়স তিরিশোর্ধ এবং সফ্টওয়্যারে মাইক্রোসফ্ট এর সব কিছুই ভাল লাগত। যদিও উইন্ডোজ ৩ অপারেটিং সিস্টেম টা হার করতাম, বাংলায় কম্পুটারে টাইপ করে অন্ততঃ ওয়ার্ডপ্রসেসরটা ভাল ব্যবহার করে দাপ্তরিক লোকবলকে নিজের কৃতিত্ব দেখানোর প্রয়াস থাকত, কিন্তু জানতাম না মাইক্রোসফ্ট এর কলুসিত ইতিহাস, জানতাম না পুজিবাদিদের আধিপত্ব বিস্তার ও নিয়ন্ত্রনের বিতর্কিত কলা কৌশল। যেদিন থেকে জানলাম বা জানা শুরু করলাম পুজিবাদিদের আধিপত্ব বিস্তার ও নিয়ন্ত্রনের বিতর্কিত কলা কৌশলের বিভিন্ন অপ্রিয় ঘটে যাওয়া ইতিহাস, সেদিন থেকে মাইক্রোসফ্ট এর সম রুপী প্রতিষ্ঠানের বিকল্প সমর্থন ও প।রতিষ্ঠান খোঁজা শুরু করলাম। পেলাম লিনাক্স, "গনু" মতবাদ এবং সম পর্যায়ের গুণীজনের আদর্শ। এবার দেখলাম "ইন্টেল" নিজেই লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম বানাবে এবং এটি স্থাপিত হবে, নোটবুক, নেটবুক, ডেস্কটপ ও সেল ফোন এ। এর "অপারেটিং সিস্টেম" এর নাম দিয়েছে "Meego" OS এটা সাফল্য পাওয়া অবধারিত, কারন ইন্টেল এর চিপ এর ওপরেই তো সবার অপারেটিং সিস্টেম চলে। নির্মাতা যদি নিজেই চালক হন, তা'হলে প্রতিযোগিতাই হবে ভিন্ন ধরনের। দেখি কি হয়!!!!!!!!!!!! নিচে ইউটিউব ভিডিও: ইউটিউব ভিডিও

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.