আমাদের কথা খুঁজে নিন

   

হৃদয় পোড়া ঘ্রাণ



চোখের ছায়ায় খেলা করে ভালবাসার প্রজাপতি গন্ধবিহীন ফুলে ফুলে করছে কেবল ওড়াউড়ি, কন্ঠে আমার বেসুরা সুর তবু গান গেয়ে বেড়াই আতর্নাদের করুন সুরে স্বপ্ন-দুঃখের বাসর সাজাই। ব্যথা আবার জাগল প্রাণে পুরান ক্ষতে আঁচড় লেগে পাঁজর ভাঙ্গার আওয়াজ শুনি বজ্রধ্বনি যেমন বাজে। সোনার কাঠি রুপোর কাঠি আলাদিনের জাদুর কুপি পারলো না’তো মেটাতে স্বাদ সবকিছুতে বড্ড ফাঁকি! নক্ষত্রের পতন হয়; কক্ষপথ বিচ্যুত হয়- স্বপ্ন তো সব সত্যি নয়, দীর্ঘশ্বাস গোপন না রয়। অন্ধকারের কথা থাকে নিঃশব্দেরও ভাষা আছে কান পেতে রই সুদূর পানে যদিবা সে আমায় ডাকে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।