আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভারত ভ্রমণ- ২য় পর্ব( কলকাতা টু জয়পুর)



আগের পর্বটা কেন জানি অনেকটা তাড়াহুড়ো করেই লিখে ফেলেছি। নিজের লেখা পড়ে নিজেরই বেশী ভালো লাগেনি , তার উপর আবার ছবিও ছিলো কম। যাই হোক,,, এবারের লেখায় একটু বেশী করে ছবি দেয়ার চেষ্টা করছি, আশা করছি ভ্রমণপিপাসুদের ভালোই লাগবে। গত পর্বের পর::: ভিক্টোরিয়া প্যালেসে অসংখ্য ব্যক্তিগত ছবি তোলার পর সবাই যখন রীতি মত হাপিয়ে উঠেছে তখন সবাই মিলে গাছের ছায়ায় বসে পড়লাম। আমাদের ষাটোর্ধ স্যার তার ৩৭ টি দেশ ভ্রমণের( যার মধ্যে ১০ বার ভারত ভ্রমণ করেছেন) অভিজ্ঞতা বর্ণনা করছিলেন। আর আমরা বেশ আগ্রহের সঙ্গেই তা গলধ:করণ করছি। যাই হোক স্যারের গল্পের রেশ ধরেই আমাদের শিল্পী মনিরের প্রসঙ্গ তুললাম স্যারের সামনে। অন্যান্য সময় হলে মনির ভাব ধরতো, কিন্তু; স্যারের সামনে তো ভাব ধরার প্রশ্নই ওঠে না। যাই হোক এবার শুরু হলো আমাদের গানের আসর [img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/Wish_1377438484_1-DSC08492.JPG সবাই মন্ত্রমুগ্ধের মত গান শুনছে........... গান বাজনা তো হলো এবার বের হবার পালা............ কলকাতার রাস্তায় হাটছি আমরা.............. ঐদিন হোলি থাকায় রাস্তা অনেকটাই ফাকা ছিলো......


আরো পড়ুন


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.