আমাদের কথা খুঁজে নিন

   

কেন মানুষ অভ্রর পক্ষ নিচ্ছে- লেআউট না সফটঅয়্যারের মান?



ব্লগ জগতে গত কয়েকদিনে ঝড় বয়ে গেল। মুল বিতর্ক কিবোর্ড লেআউট নিয়ে হলেও অনেকেই একটি গুরুত্ত্বপুর্ন ব্যাপার এড়িয়ে যাচ্ছেন। তা হলো অভ্র আর বিজয়ের তুলনা। কপিরাইট বিষয়ে যেহেতু কোন আদালত রায় দেয়নি (এখনো মামলা হয়নি), তাই এ বিষয়ে আর মন্ত্যব করতে চাচ্ছিনা কিন্তু দেখতে চাচ্ছি কেন বেশিরভাগ লোক অভ্রর পক্ষ নিচ্ছে। বিষয়টি গুরুত্তপুর্ন এজন্য যে বিজয় ১৯৮৮ সালে প্রকাশিত একটি সফটঅয়্যার এবং অভ্রর জন্ম ২০০৩ সালে।

বিজয় একটি কমার্শিয়াল সফটঅয়্যার, ফলে এটা উন্ততকরনের জন্য পর্যাপ্ত টাকার অভাব হওয়ার কথা নয় আর অভ্র একটি ফ্রি সফটঅয়্যার ফলে এটি উন্ততকরন একান্তই ডেভেলপারদের ইচ্ছা, সময়ের উপর নির্ভরশীল। আমরা কি ধরে নিতে পারি না, অভ্রর চাইতে বিজয়ের অনেক বেশী উন্নতি হওয়া উচিত ছিল? বাস্তব অবস্থা কিন্তু সম্পুর্ন ভিন্ন। এমনকি মুস্তাফা জব্বার সাহেব নিজে ও তার ভক্তকুল একমত হবেন যে অভ্র বিজয়ের চাইতে অনেক উন্নত। একটি সম্পুর্ন প্রজন্ম বড় হচ্ছে অভ্রর ছায়ায, অভ্রর সাহায্যে বাংলা লিখছে সবখানে (ফটোশপ ছাড়া)। প্রিন্টিং এবং পাবলিশিং জগতে বিজয়ের আধিপত্য অনস্বীকার্য।

কিন্তু ইন্টারনেটে অভ্র বিজয়ী। কারন সম্পুর্ন ইউনিকোড সাপোর্ট, সুন্দর হেল্প, মোটামুটি নিয়মিত বাগ মেরামত ইত্যাদি। আর একটি গুরুত্তপুর্ন ব্যাপার হোল যে, আমরা অনেকেই অভ্র ব্যবহার করি বিবেকের তাড়নায়, এটি ব্যবহারের জন্য কাউকে পয়সা দিতে হয় না ফলে পাইরেটেড বিজয় ব্যবহারের মত অপরাধ করতে হচ্ছে না। জব্বার সাহেব অনেকের মতই ইন্টারনেট আর ইউনিকোডের গুরুত্ত বুঝতে পারেননি। কম্পিউটার জগতে উনার লেখাগুলি পড়লেই বিষয়টি পরিস্কার হবে।

উনি ধারনাই করতে পারেননি যে বেশিরভাগ বাংলা ইন্টারনেটে লেখা হবে ইউনিকোডের মাধ্যমে। আর এখানেই অভ্রর জয় কারন বিজয়ের ইউনিকোড সাপোর্ট নাই বা থাকলেও ভাল না। মুস্তাফা জব্বার সাহেব যত তাড়াতাড়ি বুঝতে পারবেন যে অভ্রর জনপ্রিয়তার মুলে একটি বাগমুক্ত সফটঅয়্যার যেটি ঠিকভাবে কাজ করে আর বিজয় করে না ততই বিজয়ের জন্য মংগল। বিজয়ের লেআউট একটি অগুরুত্ত্বপুর্ন বিষয় কারন ইন্টারনেটে বেশীরভাগ মানুষই ফোনেটিক কিবোর্ড ব্যবহার করে। মুস্তাফা জব্বার সাহেব নিজেই বলেছেন, অন্য সব বাংলা সফটঅয়্যারেই বিজয়ের লেআউট হুবহু ব্যবহার হচ্ছে।

কই তাদের ব্যবহারকারীর সংখ্যা তো আংগুলে গোনা যায়। মোদ্দা কথা, অভ্র সফটঅয়্যার হিসেবে বিজয়ের চাইতে অনেক ভাল। কপিরাইট বিষয়টি নিয়ে মাঠ গরম না করে, বিজয়ের উন্নতি করুন, আমরা বিজয় ব্যবহার করবো, দরকার হলে পয়সা দিয়ে কিনে। যতদিন তা না হচ্ছে, অভ্রকে ঠেকানোর কোনো উপায় নাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।