আমাদের কথা খুঁজে নিন

   

মীরাক্কেল ফাইভ’ অনুষ্ঠানে দ্বিতীয় রানার আপ বাংলাদেশের মেয়ে শশী

তাশফী মাহমুদ

ভারতের জি বাংলার মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৫ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হলেন ফারজানা সগির শশী। বাংলাদেশের এই মেয়ে পুরস্কার হিসেবে পেয়েছেন ক্রেস্ট ও ৫০ হাজার রুপি। চূড়ান্ত প্রতিযোগিতার দিন অতিথি ছিলেন কলকাতার এ সময়ের জনপ্রিয় নায়ক জিত্। তিনি শশীর হাতে এই পুরস্কার তুলে দেন। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন প্রাঞ্জল এবং প্রথম রানার আপ অর্ণব।

পঞ্চমবারের মতো আয়োজন করা হলো এ অনুষ্ঠান। আর এবারই প্রথম এতে বাংলাদেশি প্রতিযোগীরা অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। ২৩ ও ২৪ এপ্রিল কলকাতায় চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ঢাকায় পৌঁছে শশী জানিয়েছেন, প্রতিযোগিতা শেষ করে রোববার দেশে ফিরেছেন তিনি। মে মাসের দ্বিতীয় সপ্তাহে জি বাংলায় মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৫ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব প্রচারিত হবে।

শশী ছাড়াও বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় আরও অংশ নিয়েছেন ইয়াফি খান, মোস্তাফিজুর রহমান, সুষম রুমী, রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম চৌধুরী ও বিজয় বণিক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.