তেমন কিছু নাই
কথক পলাশ নামে একজন ব্লগারে একটি পোস্টের শিরোনাম ব্রতমুখে দিনান্তের কথা।
সামহোয়ারইনব্লগে আগে কখনো লিখি নাই। আজকে বিকালে আমার এক বন্ধু আমাকে ফোন করে আমাকে জিজ্ঞ্যেস করলো আজকে আমার জন্মদিন কি না। কেন জিজ্ঞ্যেস করলো? কারণ সে এই ব্লগে দেখছে কথক পলাশ নামে আজকে এক ব্লগারের জন্মদিন। তিনি আজকে একটি পোস্টও দিয়েছেন।
আমার বন্ধুটি আমাকে চেনেন, কথক পলাশকে চেনেন না। তবু আমাকে ফোন করলেন কেন? কারণ কথকের পোস্টটিটর শিরোনাম। কথক শিরোনামে যে-শব্দগুলি লিখেছেন সেগুলি আমার লেখা। গতবছল হারিয়ে যাওয়া কবিতা নামে আমার একটা বই বের হইছিলো। সেখানে ব্রতমুখে দিনান্তের কথা নামে ১৮টি কবিতার একটা গুচ্ছ ছিলো।
২০০৩ সালে একটা কবিতাপুস্তিকাও বের হইছিলো আমার যার নাম ছিলো ব্রতমুখে দিনান্তের কথা।
এ কারণেই আমার বন্ধুটি ভেবেছে এই কথক পলাশ আমি। আমি তাকে জানিয়েছি যে আমি সে নই।
কথক পলাশ কি বলবেন তিনি এই ব্রতমুখে দিনান্তের কথা বাক্যটি কোথায় পেয়েছেন? তিনি তো চুরি করেছেন। একইসঙ্গে তিনি সামহোয়ারের নীতি লঙ্ঘন করেছেন।
নীতিতে বলছে:
উৎস উল্লেখ করা: আপনার লেখায় অন্য কারো লেখা বা বই (তা সে বিখ্যাত বা অখ্যাত যাই হোক) থেকে উদ্ধৃতি আসতেই পারে। সেক্ষেত্রে পরিস্কারভাবে তা উল্লেখ করুন। কপিরাইটের ব্যাপারে সতর্ক থাকুন।
কথক বাক্যটি কোথায় পেয়েছেন তা জানান নাই। আমার বইয়ে স্পষ্টভাবেই সত্ত্বটা আমাকে দেওয়া আছে; সেক্ষেত্রে তিনি কপিরাইট আইনও ভঙ্গ করেছেন।
আশাকরি বিষয়টা স্পষ্ট করবেন।
ধন্যবাদ।
কথক পলাশের লেখাটি পড়ুন এখানে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।