আমাদের কথা খুঁজে নিন

   

‘সম্পাদকরা জানেন না, এটা অর্বাচীন বক্তব্য’

সম্পাদকদের বিবৃতি নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের প্রতিক্রিয়ায় বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশ।
এতে সংগঠনের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, “সম্পাদকরা না জেনে ওকালতি করেছেন, সম্পাদকরা জানেন না- এ ধরনের মতামত একান্তই অর্বাচীন। ”
গত ১৮ মে ১৫টি জাতীয় দৈনিকের সম্পাদক এক বিবৃতিতে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার, পত্রিকাটির মুদ্রালয়ে বন্ধ, দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধের সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
এরপর তথ্যমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধের অভিযোগে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিষয়ে সম্পাদকরা না জেনেই ‘ওকালতি’ করেছেন।


সম্পাদকদের ওই বিবৃতি নিয়ে বিভিন্ন মহল থেকে সমালোচনা আসে। এর মধ্যেই তাদের পাশে দাঁড়ালো ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএনপি সমর্থিত বলে পরিচিত অংশটি।
রুহুল আমিন গাজী বলেন, ১৫ সম্পাদকের বিবৃতি জাতিসংঘ সনদের ১৯ ধারার প্রতি বিশ্বস্ততারই অঙ্গীকার, যাতে বলা হয়েছে, প্রত্যেকেরই মতামত প্রকাশের স্বাধীনতার অধিকার আছে।
“আমরা গভীরভাবে উৎকণ্ঠিত যে সংবাদপত্র, সম্পাদকীয় প্রতিষ্ঠান ও সাংবাদিকতার স্বাধীনতার বিরুদ্ধে ঘৃণ্য চক্রান্ত শুরু হয়েছে।   সরকারের খোদ তথ্যমন্ত্রী ও একটি চিহ্নিত মহল মতপ্রকাশের অধিকারকে দুর্বিনীত অপপ্রয়াসে দমনের পাশাপাশি সম্পাদকীয় প্রতিষ্ঠানকে বিতর্কিত করার ষড়যন্ত্রে নেমেছে।


সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমানের মুক্তি দাবির পাশাপাশি আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে দেয়া, দিগন্ত ও ইসলামিক টিভি সম্প্রচারের বাধা অপসারণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আবদুস শহিদ, জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাদের গনি চৌধুরী ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।