আমাদের কথা খুঁজে নিন

   

ব্ল্যাকমেলিং করে বিয়ে, ক্ষোভে আত্মহত্যা

আমি মিথিলা

ঢাকা ইডেন কলেজের ছাত্রী শিল্পী (২০) শিকার হয়েছে ব্ল্যাকমেলিং-এর। তার নগ্ন ছবি তুলে হুমকি দিয়ে বিয়ে করতে বাধ্য করেছে প্রতারক প্রেমিক। ঘটনা জানাজানি হয়ে পড়লে অপমানে আত্মহত্যা করে শিল্পী। গত শনিবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গোছমারা গ্রামের নিজ ঘর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের মামা কলারোয়া উপজেলা সদরের তুলশীডাঙ্গা এলাকার আবদুল আজিজ জানান, তার ভাগ্নি শিল্পী ঢাকার ইডেন কলেজের ইতিহাস (সম্মান) বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিল।

মোবাইল ফোনের মাধ্যমে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কাপড়পোড়া গ্রামের মো. আওরঙ্গজেবের ছেলে জাহিদুল ইসলামের (৩৬) সঙ্গে তার ভাগ্নির গত নভেম্বর মাসে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জাহিদুল ইসলাম ছাত্র পরিচয় দিয়ে শিল্পীকে বিয়ে করে। বিয়ের পর শিল্পী জানতে পারে জাহিদুল বিবাহিত ও তার দু’টি সন্তান রয়েছে। বিয়ের ঘটনা জানাজানি হয়ে পড়লে উভয় পরিবারের সম্মতিতে গত ৩১শে ডিসেম্বর তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।

গত ২৭শে ফেব্রুয়ারি ইডেন কলেজ এলাকা থেকে অস্ত্রের মুখে জাহিদুলের নেতৃত্বে তাকে অপহরণ করা হয়। পরে তাকে অচেতন করে নগ্ন ছবি তোলা হয়। নিয়ে যাওয়া হয় জাহিদুলের দৌলতপুরের বাড়িতে। সেখানে ১৭ দিন আটকে রাখার পর জাহিদুলের বড় স্ত্রীর সহযোগিতায় শিল্পী পালিয়ে কলারোয়ার বাড়িতে ফিরে আসে। এরপর থেকে জাহেদুল শিল্পীর নগ্ন ছবি সিডি করে প্রচার ও তার আত্মীয়-স্বজনের কাছে পাঠানোর হুমকি দিয়ে আসছিল।

একের পর এক মোবাইল ফোনে হুমকি-ধমকি ও ভয় দেখানোর ফলে ক্ষোভে ও লোকলজ্জার ভয়ে শনিবার দুপুর দু'টার দিকে নিজ ঘরের আড়ায় ওড়না পেঁচিয়ে শিল্পী আত্মহত্যা করে। শিল্পী মৃত্যুর আগে লিখে যাওয়া চিঠিতে কাহিনী উল্লেখ করে পৃথক দু'টি চিঠি লিখে রেখে গেছে। তাতে জাহিদুলের বিচার দাবি করা হয়েছে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত এনামুল হক জানান, শিল্পীর মৃত্যুর ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। চিঠির সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে।

তথ্যসুত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।