আমাদের কথা খুঁজে নিন

   

এক লাইনের কবিতা ( দেশাত্ববোধক) (৫৯৬-৬০০)



১. বাউল বাংলার বাউল একতারা হাতে, ঘুরি ফিরি গান গাই বাংলার মেঠোপথে-দিনেরাতে। ২. বাউল-২ রেঙ্গেছে মন গেরুয়া বসন অঙ্গে, শতবার জন্মি যেন এই বঙ্গে। ৩. বেজন্মা তোর কণ্ঠে যেন উচ্চারিত না হয় বাংলা বর্ণমালা, রাজাকার-তুই বেজন্মা, তুই- বেহায়া শালা। ৪. জঞ্জাল তোরে যেন ছিড়ে খায় কুকুর শৃগাল, রাজাকার-তুই বাংলার জঞ্জাল। ৫. বিচার চাই রাজাকারের বিচারের নামে প্রহসন! রুখবেই জনগণ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।