আমাদের কথা খুঁজে নিন

   

যে‌খানেই থাকুন, সর্বদা সামু-র(সামহয়ার ইন ব্লগ) সাথে থাকুন (টে কি)

তুমি যদি কাউকে তোমার আপন করতে চাও, তাহলে প্রথমে তুমি নিজে তার আপন হয়ে যায়। দেখবে একসময় সে নিজেও তোমার আপন হয়ে গেছে

এটা হয়তো অনেকেই জানেন। কিন্তু যারা না জানেন, এটা তাদের জন্য। আমরা প্রায় সবাই বিদ্যুৎ এর লোড শেডিং এর কারণে সামু থেকে দুরে থাকি। আবার অনেকের কম্পিউটার নেই।

তারপরও আমরা অনেকেই সারাক্ষন সামু-র সাথে থাকার জন্য ইচ্ছে পোষণ করেন। কিন্তু থাকতে পারেন না। তাদের জন্যই এ পোষ্ট। প্রথমে আমার এ ছবিগুলো দেখেন। ১) ২) ৩) ৪) ৫) ৬) ৭) ৮) ৯) এবার দেখুন আসল জাদু।

আপনার হয়তো ভাবতে পারেন যে, আমি এগুলো কম্পিউটারের প্রিন্ট স্ক্রিন দিয়েছি। কিন্তু না, এগুলো মোবাইলের প্রিন্ট স্ক্রিন। ১। ২। ৩।

৪। মোবাইলের মাধ্যমে সামু-র সাথে থাকার পদ্ধতি যাদের মোবাইলে সফটওয়ার ডাউনলোড করার ব্যবস্থা আছে তারাএখান থেকে অথবা,এখান থেকে থেকে opera mini 4.2 অথবা, opera mini 5(যার মোবাইলে যেটা সাপোর্ট করে। আমি শুধু এই দুটোর কথা জানি। অন্যগুলোর কথা বলতে পারি না। এগুলো ৯৯% বাংলা সাপোর্ট করে।

) ডাউনলোড করে নিন। তারপর opera mini ইনস্টল হবার পর এড্রেসে গিয়েabout:config লিখুন। তারপর ok বাটন প্রেস করুন( বিঃ দ্রঃ প্রথম দিকের চিত্রগুলো খেয়াল করুন। )power user setting এর পেজ আসবে। নিচের দিকে গেলে use bitmap fonts for complex scripts অপশন আসবে।

এখানের no এর উপর ok বাটন প্রেস করলে yes /no দৃশ্যমান হবে। আপনি yes কে সিলেক্ট করুন। এবার power user setting এর পেজকে save করুন। পেজটি save হয়ে গেলে opera mini কে বন্ধ করে আবার ওপেন করুন। এবার এড্রেস-এর জায়গায় আপনার সামহয়ার ইন ব্লগ-এর ঠিকানা লিখে ইন্টারনেটে প্রবেশ করুন ( আপনারা মোবাইলে সাধারণত যেভাবে ইন্টারনেটে প্রবেশ করেন, ঠিক সেইভাবে) আর উপভোগ করুন সামুর জাদু।

(প্রধান সমস্যা হলো মোবাইলে বাংলা টাইপ করা যায় না। ) মোবাইলে কিভাবে বাংলা টাইপ করা যাবে? তা যদি কারো জানা থাকে, তাহলে আওয়াজ দিয়েন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।