আমাদের কথা খুঁজে নিন

   

সামহয়্যারইনব্লগ ও ঝামেলা



পূরানো, আমি বেশ পূরানো সদস্য। ঝামেলা, আমার সাথে সামহয়্যারইনব্লগের সাথে ঝামেলা, সেটাও বেশ পূরানো। ভালোবাসা, সামহয়্যারইনব্লগের প্রতি ঝামেলাযুক্ত এবং পূরানো। সামহয়্যারইনব্লগে আমার আনাগনা অনেকদিনের(প্রায় ৩ বছর)। আমি এর মাঝে অনেকবার এই ব্লগখানায় একাউন্ট খুলেছি এবং ২/১ খানা লেখা লিখিয়া আবার হারাইয়াও গিয়াছি।

কারন একটাই- স্মৃতি বড়ই বেঈমান। বেশি ভালবাসা থেকে প্রতি বার একখানা করিয়া নতুন ই-মেইল খুলিয়া একখানা করিয়া একাউন্ট খুলি এবং নতুন ই-মেইল একাউন্ট ভুলিয়া যাই। পড়িতে পড়িতে আবার কখনো লিখিতে মনে চায়, আবার একাউন্ট খুলি এবং কি খুলিয়াছিলাম ভুলিয়া যাই। যা-ই হোক এইবার বেশ আটঘাট বাধিয়াই নামিয়াছি, যথারিতী নতুন একখানা ই-মেইল একাউন্ট এবং সামহয়্যারইনব্লগে নতুন একাউন্ট, কিন্তু না, এইবার যেনো আরো বড় বাধা আমার সামনে, কিছুতেই আমার ইউজার নেমখানা পছন্দ হইতেছিলনা সামহয়্যারইনব্লগের, সাজেশন 007,happy,rocks..... ইত্যাদি যোগ করার। বেশকিছুক্ষন চেষ্টা করিয়া শেষে 007 লাগাইয়া দিলাম।

হায় কপাল আবারও সাজেশন 007 এর পরে আরও 007 লাগাইতে বলিতেছে। বুঝিতে পারিলাম জেমসবন্ডের পেছনে মাসুদ রানাকে ছুটাইতে বলিতেছে। ছুটাইলাম কিন্তু নিজে ছুটিতে পারিলামনা। আবারো সাযেশান..... আর পেচাইবনা, আমি কি করিয়া এই পেচ হইতে রক্ষা পাইলাম তাহা অন্যদিন বলিব। * কিন্তু সামহয়্যারইনব্লগের মিস্ত্রি-দের বলছি বাবারা এত ভাল একখানা খাট বানাইয়াছো কিন্তু কেঊ উঠেতে গেলে যেন উচ্চতা একটু বেশিই বেড়ে যায়, দেখ সারাইতে পারো-কিনা।

হাহাহা.... * চিহ্নিত অংশ পর্যন্ত লিখিতে না লিখিতেই ডিজিটাল বাংলাদেশের "০" মাথা চাড়া দিয়া উঠিলো, কারেন্ট চলে গেলো। আমি কি আর এত সহজে ছাড়িবো নাকি? আবার লিখিলাম, আরো লিখিব.... আসুক দেখি আরো কত ঝামেলা আসবে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।