আমাদের কথা খুঁজে নিন

   

চল্লিশোর্ধ নারীর প্রেম

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

চল্লিশের পরে একজন মহিলার রূপযৌবনে ভাটা লাগে। বাংলাদেশে তো একদম বুড়িয়ে যায়। সে বয়সের একজন নারীর প্রেম-ভাবনায় এই পড়তি লাবন্য উদ্ভূত কোনো জটিলতার কথা হয়তো স্থান পায় না। তার বিশের বা ত্রিশের প্রেমের মতই সে চল্লিশের প্রেমকেও রোমাঞ্চকর, টান টান উত্তেজনা আর কিশোরীসুলভ চপলতায় আচ্ছন্ন দেখতে চাইতে পারে। কিন্তু বিশেষত তেমন প্রতিক্রিয়া অপরপক্ষের মানে প্রেমিকের তরফ থেকে দেখা যায় না বলে নারীটি হতাশ হয়ে পড়েছে।

প্রেমিক হয়তো তার চাইতে বয়সে বড়ো, কিন্তু তারপরেও নারীর প্রতি মনযোগ নেই, তার তীব্র আবেগের প্রতিদানে স্রেফ দায়সারা গোছের কিছু দায়িত্ব পালন করে থাকে। সাধারণভাবে একজন পুরুষ চল্লিশ, পঞ্চাশ বা ষাটেও বিশ/বাইশের কোনো নারীর প্রেমে অহরহ পড়তে পারে। তার এ উচ্ছ্বাস চল্লিশোর্ধ কোনো নারীর ক্ষেত্রে একই রূপ নাও হতে পারে। ত্রিশের নারী আর চল্লিশের নারীর মধ্যে শারিরীক পার্থক্যটা সাধারণত বিশাল হয়ে থাকে। চল্লিশোর্ধ আমার যে পরিচিত নারীটি তার প্রেমিকের অবহেলার শিকার হচ্ছে - এর পেছনে বারবার মনে হচ্ছে তার পড়তি দৈহিক সৌন্দর্য্যই কারণ।

পুরুষের চোখে নারীর দৈহিক সৌন্দর্য্য প্রেমোচ্ছ্বাস প্রকাশে ভূমিকা রাখে বলে আমি নিশ্চিত। নারীর কাছে যতটা মননের যোগাযোগ গুরুত্ব পায় - পুরুষের ক্ষেত্রে ততটা নয়। আমার বন্ধু নারীটির পুরুষটির প্রতি এমন অসহায় আত্মসমর্পন দেখে আমি লজ্জিত। বারবার মনে হচ্ছে আমি ঐ পুরুষটির মতই - বুঝতে পারছি রহস্য, কিন্তু জানাতে পারছি না তাকে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.