আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধী বনাম মানবতাবিরোধী



ভোল পাল্টানো শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লিগ। নির্বাচনের অন্যতম ইশতেহার যুদ্ধাপরাধীর বিচারের মুলা শুকিয়ে পচে যেতে শুরু করছে। এখন নতুন মুলার আমদানী--মানবতাবিরোধীর বিচার। বাচাল আওয়ামী লিগ যতই বলুক যুদ্ধাপরাধী বিচারে কোন বাধা নাই, কিন্তু দেশে আর দেশের বাইরে যে চাপ আছে তা আজ পাগলের কাছেও পরিষ্কার। এখন মানবতাবিরোধীর নামে নামকাওয়াস্তে বিচার হবে।

আর পরবর্তি নির্বাচনের আগে আবার তারা চিল্লাইয়া গলার রগ ফুলাবে এই বলে যে তারা তাদের ওয়াদা পূরণ করেছে; প্রকৃত যুদ্ধাপরাধীর বিচার করেছে। এর সাথে সাথে তারা ব্যতিব্যস্ত হয়ে গেছে যুদ্ধাপরাধীর বিচারের ব্যাপারে বিএনপির মনোভাব জানার জন্য!!...মনে হইতেছে বিএনপির মনোভাব না জানা হইলে তারা এক পা এগোবে না!!...বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হইছে--বিএনপি যুদ্ধাপরাধী বিচারের বিপক্ষে নয়; কিন্তু তারা যুদ্ধাপরাধী বিচারের নামে রাজনৈতিক হয়রানি/প্রতিহিংসার বিপক্ষে। এরপরেও বিএনপির মতামত/ভূমিকা নাকি তাদের কাছে পরিষ্কার নয়!!!!....কেউ কেউ তো আগ বাড়াইয়া বলতেছে বিএনপি যুদ্ধাপরাধীর বিচার নাকি চায় না আসলে আওয়ামী লিগ চাইতেছে বিএনপি বিচারের বিপক্ষে থাকুক। তাইলে তাদের সুবিধা হয়....গলাবাজি কইরা বলতে পারে---বিএনপির জন্যই তারা বিচার করতে পারতেছে না আওয়ামীলিগের পড়ছে এখন উভয় সংকটে। একদিকে বিএনপির কাছ থেকে বাধা আসতেছে না আরেকদিকে বিচারও করতে পারতেছে না।

মাঝখান থেকে বাঁচার জন্য "মানবতা বিরোধী" বিচারের আবির্ভাব


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.