আমাদের কথা খুঁজে নিন

   

উপন্যাস: পূর্ব-পশ্চিম, সুনীল গঙ্গোপাধ্যায়

কারো জন্য ভাল কিছু করতে না পারলেও কমপক্ষে ক্ষতি করা থেকে তো বিরত থাকতে পারি

পূর্ব-পশ্চিম সুনীল গঙ্গোপাধ্যায় ভারত-পাকিস্তান দেশ ভাগ নিয়ে বাংলায় মনে হয় সেরা উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব-পশ্চিম। অন্তত আমার কাছে তাই মনে হয়েছে। শুধুমাত্র ধর্মের দোহায় দিয়ে আর রাজনৈতিক স্বার্থের জন্য যুগ যুগ ধরে একসাথে মিলে মিশে বাস করা মানুষগুলো একে অপর থেকে আলাদা হয়ে গেল। পূর্ব-পশ্চিম মূলত দুই বাংলার বিভাজন নিয়ে লিখেছেন। যাদের মুখের ভাষা এক, কৃষ্টি কালচার অনেকটাই একই তারপরও আলাদা হতে বাধ্য হলেন ধর্মের জন্য।

অনেকেই তাদের বাপ-দাদার ভিটা ছেরে চলে গেলে ওপার বাংলায় আবার কেউ আসলেন ওপার বাংলা থেকে। যাদের পরিচিতজন কেউ নেই তারা হয়ে গেলেন উদ্বাস্তু। হঠাৎ করে ঠিকানা পরিবর্তন করায় অনেকেই হয়ে পরেন গৃহহীন, কর্মহারা। তাছারা সরকারও তাদের সহায়তায় হিমসিম খেয়ে পরেন। পথে পথে অন্নহারা মানুষের হাহাকার।

সব মিলিয়ে অত্যন্ত করুণ অবস্থা। এমনই সময়ে দুই বাংলার কয়েকটি পরিবারের কাহীনি নিয়ে উপন্যাস পূর্ব-পশ্চিম। দেশ বিভাগ নিয়ে তাদের বিড়ম্বনা, আপনজনদের সাথে বিচ্ছেদ সব দারুণ ভাবে উপস্থাপন করেছেন অত্যন্ত নিপুন হাতে। তাছারাও সেই সময়ে আমাদের বাংলায় রাজনীতিতে মাওলানা ভাষানী, বঙ্গবন্ধু সহ দেশবরণ্যে নেতাদের তৎকালীন রাজনীতি সক্রিয় ভুমিকা , ৫২'র ভাষা আন্দোলনের কথাও উঠে এসেছে লেখকের বর্ণনায়। ৫০০ পাতার বড় একটি বই হলেও এমন নেশা লাগানো গল্প যে পুরোটা পড়ে শেষ না করা পর্যন্ত ছারা যায় না।

সাদা কাগজের উপর কালো কালির লেখা মানুষকে কাদাতেও পারে; উপসংহারটা পড়ে আমারও এই দশা হয়েছিল। এমন একটা বই বার বার পড়লেও কেমন যেন প্রত্যেকবারই নতুন মনে হয়। বই হোক সবার নিত্য সঙ্গী। ডাউনলোড লিংক: পূর্ব-পশ্চিম

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.