আমাদের কথা খুঁজে নিন

   

মৌণতার উর্বর নির্যাস

সুখ চাহি নাই মহারাজ—জয়! জয় চেয়েছিনু, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি! দীপ্তজ্বালা অগ্নিঢালা সুধা জয়রস, ঈর্ষাসিন্ধুমন্থনসঞ্জাত,সদ্য করিয়াছি পান—সুখী নহি তাত, অদ্য আমি জয়ী।

আলাপচারিতার আর কী-ই বা আছে, বলো? অনেক কথা তো বলা হলো শব্দের বৈতরনে ভেসে চিরায়ত মৌণতা শব্দের শার্সিতে চোখ রেখে রেখে ভীষণ ক্লান্ত এখন শব্দের শবদেহ এক। অনুধ্যাণমন্ত্রে দীক্ষিত এক সবল পুরুষ এই মৌণতা এতো বীর্য ধরে বুকে যে তার প্রজ্ঞায় দগ্ধ হয় শব্দের আগুন! আমি ভালবাসি এই নিঃশব্দ অবগাহন, যেন আয়ুস্মতী জল কৈবর্তের ডিঙ্গা মাড়িয়ে ভেসে যায় ঐ দুর্দৈবের দেশে যেখানে মন্বন্তরের পর মৌণতা বড় বেশি কথা কয়, হাসে, দিন গোনে স্বপ্নচারিতায়, আমার এই নিঃস্তব্ধতায় স্থিতি পায় শিল্প বুনি শব্দ বুনি দুঃখ বুনি ধ্যান মৌণতার উর্বর নির্যাসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.