আমাদের কথা খুঁজে নিন

   

স্বর্গের শিশু

আপাতত রেস্টে আছি! :)
Bacheha-Ye Aseman (The Kids from Sky) Director : Majid Majidi Release: 1998 IMDb Rating: 8.0 সম্পর্ক নাকি স্বর্গে তৈরী হয়। তাহলে শিশুদের সারল্য কোথায় সৃষ্টি হয়? নিশ্চয়ই স্বর্গের চেয়েও সুন্দর কোনো স্হানে- মর্ত্যে, এই মাটির পৃথিবীতে। আমাদের মতো "বড়"রা চাইলেও যা নিয়ন্ত্রণ অথবা গ্রহণ করতে পারিনা। সেই রকম এক ম্যাচিউরড সারল্যের গল্প নিয়েই মাজিদ মাজিদি'র Children of Heaven। আলি (Amir Farrokh Hashemian) আর যাহ্‌রা (Bahare Seddiqi) ইরানের এক শহরতলীর দরিদ্র অংশের বাসিন্দা।

একদিন আলির কাছ থেকে তার বোনের একমাত্র জুতোজোড়া হারিয়ে যায়। এই দুঃসংবাদটি যাহ্‌রাকে জানালেও,নিজের বাবা-মার কাছ থেকে গোপন করে যায় আলি। কারণ সে জানে,এই অসময়ে এক জোড়া জুতো কিনে দেবার মতো সামর্থ্য তার বাবার নেই। এদিকে জুতো ছাড়া যাহ্‌রার পক্ষে স্কুলে যাওয়া সম্ভব নয়। সুতরাং,দু ভাই-বোনে ঠিক করে,পাল্টা-পাল্টি করে দুজনে জুতোজোড়া ব্যবহার করবে।

সৌভাগ্যবশত,যাহ্‌রা মর্নিং আর আলি ডে শিফটের স্টুডেন্ট। এর পরই শুরু হয় জুতোজোড়া নিয়ে বিভিন্ন ঘটনা। এর মাঝে একদিন আলি জানতে পারে,প্রাদেশিক দৌড় প্রতিযোগিতার তৃতীয় পুরষ্কার একজোড়া স্নীকার (এক ধরণের কেডস্‌ টাইপ জুতো)। অনেক ঝামেলা করে আলি সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যাবার আগে আলি কথা দিয়ে যায়,পুরষ্কারের স্নীকারটা সে যাহ্‌রাকে দিয়ে দেবে।

তাকে আর কষ্ট করতে হবে না। যাহ্‌রা জানতে চায়,"যদি তুমি তৃতীয় হতে না পারো?"। আলি জানতো সে পারবে,কারণ সে ভালো দৌড়ায়। তার সে বিশ্বাসের কথাই সে যাহ্‌রাকে জানিয়ে যায়। আলি দৌড় শুরু করে।

একসময় সে প্রথম পাঁচজনের মাঝেও চলে আসে। তখনই পাশের এক ছেলে আলিকে ফেলে দেয়। আলি উঠে আবার দৌড় শুরু করে। তার দুচোখে একটাই স্বপ্ন- বোনের জন্য একজোড়া চকচকে নতুন স্নীকার। কিন্তু আলি তৃতীয় হতে ব্যর্থ হয়।

..... নিঃসন্দেহে বর্তমান যুগের অসাধারণতম মুভিগুলোর একটি। আমি এই মুভিটি প্রথম দেখি সম্ভবত বিটিভি-তে। তখন মুভিটি এম্নিই ভালো লেগেছিল। পরবর্তীতে যখন আরো অনেক মুভির দুয়ার আমার সামনে খুলে গেলো,তারপর থেকে যতবারই এই মুভিটি দেখি একটা ব্যাপার আমাকে অবাক করে। "Children of Heaven কেন এত ভালো লাগে?" এর স্টোরীলাইন অতি সাধারণ,চমকজাগানিয়া কিছু নয় (যদিও মুভিটা দেখার সময় আরও দুটি ক্লাসিক এর কথা মনে পড়ে যায়।

একটি ভিত্তোরিও সিকা'র "Bicycle Thieves" আরেকটি ইরানী জিনিয়াস কিয়ারোস্তামি'র একসময়কার অ্যাসিস্‌ট্যান্ট জাফর পানাহি'র "The White Balloon")। ইরানী পরিচালকদের অলস সৌন্দর্যের প্রতি (রিলাক্সড-ড্র্যাগিং শট/দীর্ঘ শট) একটা ঝোঁক আছে। মাজিদির মুভিতে সৌভাগ্যবশত সেটা নেই। তার পরিমিতিবোধ আসলেই প্রশংসনীয়। ক্যামেরার কাজও ভালো,কিন্তু অসাধারণ কিছু না।

আমার মনে হয়,মুভিটির অদ্ভূত সারল্যই আমাকে মুগ্ধ করেছে। পর্দায় (এবং বাস্তবে) যে মেকি আবেগের ছড়াছড়ি দেখি,Children of Heaven তার আশ্চর্য ব্যতিক্রম। আলি-যাহ্‌রা যেন আমাদের কাছের,খুব চেনা দুই দেবশিশু। (অট : এম্নি আমার বাচ্চাদের অনেক ভালো লাগে। তার উপর মাজিদি আরও কিউট ভাবে এদের উপস্হাপন করেছেন।

এটাও একটা কারণ হতে পারে। ) Children of Heaven প্রথম ইরানী চলচিত্র হিসেবে অস্কারে শ্রেষ্ঠ মুভির (বিদেশী ভাষা) নমিনেশন পেলেও আরেকটি অল টাইম ক্লাসিক মুভির কাছে হেরে যায়। মুভিটি হলো রবার্তো বেনিনি (Roberto Benigni) -এর La vita è bella (Life Is Beautiful)। বলিউডের "রিমেক কিং" Priyadarshan ঠিক এই গল্পটি নিয়েই Bumm Bumm Bole নামে একটি মুভি বানাচ্ছেন। আলি এর চরিত্রে Taare Zameen Par -এর ঈশান (Darsheel Safary) আর যাহ্‌রা এর চরিত্রে Z TV -এর Aap Ki Antara সিরিয়ালের Ziyah Vastani (Vasanti Twins -এর একজন) অভিনয় করবে।

নাম শুনে ভয় হচ্ছে,প্রিয়দর্শন হয়তো মূল মুভির আবেদনটাই নষ্ট করে ফেলবেন। আপনার কোনো বন্ধু (যে কখনো ভালো মুভি দেখেনি,কিন্তু দেখতে চায়) যদি মুভির নেশা জীবনে জড়াতে চায়,তার সূচনা হোক Children of Heaven দিয়ে। কিয়ারোস্তামি,পানাহি,মাখমালবাফ পরিবার এত সব নামের ভীড়ে মাজিদি একটু চাপা পড়ে গেছেন কিনা কে জানে। তবে,তার প্রেজেন্টেশন অসাধারণ। তার কাজগুলোর মাঝে "স্টোরীটেলিং" টাইপ ভাব আছে।

দর্শকের মনে হবে,মাজিদি যেন ক্যামেরা দিয়ে খুব সুন্দর একটা গল্প শোনাচ্ছেন। জীবনের গল্প। ***আমি নিশ্চিত এই মুভিটি নিয়ে এর আগেও অনেক পোস্ট এসেছে,আরও আসবে। তারপরও লিখলাম। শারীরিক অসুস্হতার কারণে টানা বাসায় থাকতে হচ্ছে।

কারেন্ট থাকলেই মুভি দেখতে বসে যাচ্ছি। কিন্তু না দেখা মুভিগুলোয় (Whiteout,The Road) মন বসছে না। ভালো না লাগলে,জোর করে কোনো মুভি দেখা (যে কোনো কিছুই করা) অর্থহীন। তাই দেখা মুভিগুলো রিভাইস দিচ্ছি। সেই রিভিসনের মাঝে চিলড্রেন অফ হ্যাভেনও চলে এলো।

ভাগ্যিস অসুখ হয়েছিল!
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।