আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াটসনে বিধ্বস্ত হায়দরাবাদ

শেন ওয়াটসনের দুর্দান্ত ব্যাটিংয়ে রীতিমতো বিধ্বস্ত হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস। তবে দল ৮ উইকেটের বড় জয় পেলেও দুইটি রানের জন্য খানিকটা আক্ষেপ হয়তো থেকেই গেছে ওয়াটসনের। ৫৩ বলে ৯৮ রানের ঝড়ো ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান।
১৪৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালোভাবে করতে পারেনি রাজস্থান।

ধীর সূচনার পর মাত্র ৭ রানের মাথায় সাজঘরে ফিরেছিলেন ওপেনার আজিনকা রেহানে। তবে প্রাথমিক বিপর্যয় খুব ভালোভাবেই সামলে নেন অধিনায়ক রাহুল দ্রাবিড় ও শেন ওয়াটসন। দ্বিতীয় উইকেটে তাঁরা গড়েন ৭৪ রানের জুটি। ১৩তম ওভারে দ্রাবিড়ের উইকেট তুলে নিয়ে হায়দরাবাদ শিবিরে জয়ের আশা জাগিয়েছিলেন থিসারা পেরেরা। জয়ের জন্য শেষ সাত ওভারে রাজস্থানের প্রয়োজন ছিল ৬৩ রান।

এই পর্যায়ে দানবীয় ব্যাটিং করে দলকে সহজ জয় এনে দেন ওয়াটসন। ৬৫ রান তাঁরা সংগ্রহ করেন মাত্র ৩০ বলে।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে আইপিএলের নবাগত দল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম সাত ওভারের মধ্যে মাত্র ২৯ রান সংগ্রহ করতেই সাজঘরে ফেরেন সাঙ্গাকারা, শেখর ধাওয়ানসহ প্রথম সারির ছয় ব্যাটসম্যান। এঁদের কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা।

সপ্তম উইকেটে ৫৮ রানের জুটি গড়ে দলের স্কোরবোর্ডটাকে একটু সম্মানজনক অবস্থায় নিয়ে যান অমিত মিশ্র ও ড্যারেন স্যামি। ৬০ রানের লড়াকু এক ইনিংস খেলেছেন স্যামি। ২১ রান এসেছে মিশ্রর ব্যাট থেকে। শেষপর্যায়ে আশিস রেড্ডির ১৪ ও ডেল স্টেইনের ১৮ রানের ইনিংস দুটির সুবাদে স্কোরবোর্ডে ১৪৪ রান জমা করে হায়দরাবাদ। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.