আমাদের কথা খুঁজে নিন

   

ডি.নেট এর বর্ষবরন



গত ১৮ এপ্রিল ২০১০ বাংলা ৫ বৈশাখ ১৪১৭ ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক (ডি.নেট) উদযাপন করল বর্ষবরন ১৪১৭। অনুষ্ঠানের শুরুতে কবিগুরুর 'এসো হে বৈশাখ ..... ' গানটি সমবেত কন্ঠে পরিবেশন করে ডি.নেট এর কর্মকর্তাগণ। এরপর ব্লগের ভবঘুরে খ্যাত 'দূর্ভাষী'র কন্ঠে কবিগুরুর 'ভারততীর্থ' কবিতাটি মুগ্ধ করে সকল দর্শক শ্রোতা। এরপর রবীন্দ্রসঙ্গিত পরিবেশন করেন পূর্বা। পূর্বার রবীন্দ্রসঙ্গিত এর পরে আর ও একটি রবীন্দ্রসঙ্গিত পরিবেশন করেন অজয় কুমার বসু।

দর্শকদের অনুরোধে আবার ও আবৃতি নিয়ে হাজির হন ব্লগার দূর্ভাষী। তবে এবার কোন মৌলিক কবিতা নয়, একজন নেশাখোর যুবকের আত্নকথা নিয়ে পল্লীকবির কবর কবিতার প্যারোডি নিয়ে হাজির হন তিনি। আবৃত্তির পরে 'মা আমার সাধ না মিটিল....' গানটি নিয়ে আবার ও সবার সামনে আসেন অজয় কুমার বসু। এরপর সঙ্গিত পরিবেশন করেন মাকসুদুর রহমান শোভন। তিনি শোনান লালনের 'ধন্য ধন্য বলি তারে....'।

শোভনের গানের পরে সবাইকে গীটার বাজিয়ে শোনায় ছোট্ট এলিয়েন, গীটারে সে সুর তোলে 'দূর্গম গিরি, কান্তার মরু ......' এলিয়েনের গীটার এর পর দেশাত্নবোধক গান শোনায় ছোট্ট অরিয়ন এরপর সবাইকে আবার ও রবীন্দ্রসঙ্গিতের সুরে মুগ্ধ করেন ডি.নেট এর নির্বাহী পরিচালক জনাব অনন্য রায়হান। তিনি শুনান 'গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ..." এরপর সবার অংশগ্রহনে সমবেত কন্ঠে গাওয়া হয় "আগে কি সুন্দর দিন কাটাইতাম......." গানটি। এরপর শুরু হয় দর্শকদের নিয়ে পর্ব। এ পর্বে প্রথমে বিখ্যাত কবিতার লাইনগুলিকে আঞ্চলিক ভাষায় বলা হয়। এরপর মুভিং বক্স নিয়ে দর্শকদের পর্ব অনুষ্ঠিত হয় এরপর আবারও দর্শকদের খেলায় পুরস্কার জিতে নেন ব্লগার দূর্ভাষী এরপর অর্চিতা পরপর কয়েকটি গান গেয়ে মুগ্ধ করেন দর্শকদের অর্চিতার গানের পরে শুরু হয় নববর্ষের খেতাব পর্ব।

প্রতিবারের মত এবার ও 'ভবঘুরে' খেতাবটি দখলে রাখেন ব্লগার দূর্ভাষী। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে শুরু হয় ভোজন পর্ব। আরও কিছু ছবি ক্যামেরায় ব্লগার দূর্ভাষী ও ব্লগার সবারপ্রিয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।