আমাদের কথা খুঁজে নিন

   

Sea Turtle Tracking In Bngladesh



বাংলাদশে প্রথমবাররে মতো সামুদ্রকি কাছমরে গতবিধিি লক্ষ্য করার জন্য আধুনকি প্রযুক্তরি স্যাটলোইট ট্র্যাকি এর সূচনা হলো। গতর্ ২৯ শ মোচ সোনাদয়া দ্বীপরে সমূদ্র সকতৈ অলীভ রড্লেি সামুদ্্রকি কাছমরিের্ পিঠে প্লাটফম টামনালি ট্রান্সমটারি বা PTT স্থাপন করনে সামুদ্রকি জীববচত্ররে গবষণো ও সংরক্ষণ স্বংস্থা ম্যারীনলাইফ এর্লায়ন্সের নিবাহী পরিচালকি ও গবেষক জহিরুল ইসলাম। ট্রান্সমিটার বহনকারী অলীভ রিডলে কাছিমটি সোনাদিয়াতে ডিম পারতে এসেছিল। এর নাম দেয়া হয়েছে উর্মি। স্যাটেলাইট ট্র্যাকিং হলো এ পর্যন্ত আবিস্কৃত সর্বধুনিক প্রযুক্তি যা দিয়ে সারা বিশ্বে পোকা-মাকড় থেকে শুরু করে বৃহৎ জ্বলচর ও স্থলচর প্রাণীদের গতিবিধি লক্ষ্য করার কৌশল।

ম্যারীনলাইফ এলায়েন্স অলীভ রিড্লে ও সবুজ কাছিমের উপর এধরনের সর্ব মোট ৪টি ট্রান্সমিটার বসাবে ২০১০ সালের মধ্যে। ২৮ শে মার্চ সূর্যাস্থের সময় সোনাদিয়ার সৈকতে উর্মিকে শত শত মানুষ বিদায় জানায় এবং তার দীর্ঘায়ু কামণা করে। স্যাটেলাাইট ট্রান্সমিটারটি সচল করার পর থেকেই এটি ৮৩৫ কি:মি: উর্ধে নিজস্ব অক্ষরেখায় চলমান যুক্তরাষ্ট্রের ঘঙঅঅ ও ঘঅঝঅ কর্তৃক প্রেরিত পরিবেশ উপাত্ত সংগ্রহকারী স্যাটেলাইটে স্থাপিত ফ্রান্স ভিত্তিক অজএঙঝ রিসিভারে উচ্চ তরঙ্গের সংকেত পাঠানো শুরু করে। উর্মি সমূদ্রের পানিতে ভেসে উঠা মাত্রই ট্রান্সমিটারটি সয়ংক্রিয়ভাবে এর অবস্থান সর্ম্পকিত সিগনাল পাঠাবে। প্রতিটি স্যাটেলাাইট ভূপৃষ্ঠের পাঁচ হাজার বর্গকিলোমিটার এলাকা প্রতি মূহুর্তে স্ক্যান করে থাকে, তাই পৃথিবীর যে প্রান্তেই উর্মি ভ্রমণ করবে তা ধরা পড়বে স্যাটেলাইটে এবং ইন্টারনেটের মাধ্যমে ম্যারীনলাইফ এলায়েন্সের গবেষকদের জানিয়ে দেবে।

সামুদ্রিক কাছিম পরিযায়ী প্রাণী। প্রজনন ও ডিম পাড়ার মৌসুমে এরা এক অঞ্চলে এবং বাকী সময় অন্য অঞ্চলে ঘুরে বেড়ায় যা কিনা প্রজাতি ভেদে ১২০০০ কি:মি: পর্যন্ত হতে পারে। এই জন্য এরা সাগর-মহাসাগরে এবং উপকুলে নানা জাতীয় সামুদ্রিক মৎস আহরণ ও অন্যান্য কার্যক্রমের বলির শিকারে পরিনত হয়। বিশেষ করে যন্ত্র চালিত চিংড়ি ধরার ট্রলার জাল,বেহন্দি জাল, ভাসা জাল এবং বরসিতে আটকা পড়ে প্রতি বছর হাজার হাজার সামুদ্রিক কাছিম মারা পড়ে। উপকুলীয় অঞ্চলের ডিম পাড়ার উপযুক্ত বালুচর দিন দিন কমে যাচ্ছে।

সব কিছু মিলিয়ে সামুদ্রিক কাছিমের বিলুপ্ত হতে সময় আর বেশী নেই যদি আমরা এদের রক্ষায় এগিয়ে না আসি। আমাদের দেশের সামুদ্রিক কাছিম সাগরের কোথায় কোথায় পরিভ্রমণ করে এবং কোন পথে পরিযায়ী হয় সেটা আমাদের জানা অতীব জরুরী যাতে করে এদের ভ্রমণ এলাকা সামুদ্রিক মৎসাআহরণ ও জলো জান চলাচলের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে না পারে সে লক্ষ্যে পদক্ষেপ নেওয়া যায় বা সামুদ্রিক সংরক্ষিত এলাকা গড়ে তোলা যায়। পৃথিবীর প্রায় সকল সামুদ্রিক কাছিম সংশ্লিষ্ট দেশেই স্যাটেলাাইট ট্র্যাকিং করা হয়েছে। উর্মি আমাদেরকে প্রথম বারের মত বাংলাদেশে আসা অলীভ রিডেলেদের গতিবিধি এবং পরিযায়ী পথ বা গরমৎধঃড়ৎু জড়ঁঃব জানিয়ে দেবে। এছাড়াও এই গবেষণায় এরা কত গভীরে ডুব দেয়, কত গতিবেগে সাঁতার কাটে, কত দিন পর পর ডিম পারতে আসে এবং প্রতি দিন কত দূরত্ত ভ্রমণ করে ইত্যাদি সবই বিস্তারিত জানা যাবে।

গবেষক জহিরুল ইসলাম স্যাটেলাইট ট্র্যাকিং এর উপর যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি সহ কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানে প্রশিক্ষিত এবং ফ্লোরিডাতে লগারহেড কাছিমের উপর স্যাটেলাাইট ট্রান্সমিটার বসানোর কাজে অংশ নিয়েছেন । এই গবেষণায় সহযোগিতা করেছেন যুক্তরাষ্ট্র, অষ্ট্রেলিয়ার কয়েকজন প্রবীন সামুদ্রিক কাছিম বিশেষজ্ঞ। যুক্তরাষ্ট্রের ডওউঊঈঅঝঞ, গঙঞঊ গঅজওঘঊ খঅই, উটকঊ টঘওঠঊজঝওঞণ, ওঝঞঝ বা আর্ন্তজাতিক সামুদ্রিক কাছিম সংরক্ষণ সোসাইটি এই কাজে সহযোগিতা করেছে। ট্রান্সমিটার বহনকারী উর্মি এর মধ্যে তার ভ্রমণ পথ জানিয়ে দিতে শুরু করেছে এবং ০১ এপ্রিল সকালের মধ্যে ১২৮ কি: মি: পাড়ি দিয়েছে। আগ্রহী যে কেউ ইন্টারনেটের মাধ্যমে উর্মির গতিপথ জানতে পারবেন।

এই জন্য লগইনের ওয়েব ঠিকানা হলো িি.িংবধঃঁৎঃষব.ড়ৎম/ঃৎধপশরহম/?ঢ়ৎড়লবপঃথরফ=৪৮৭ । উর্মির দেওয়া উপাত্ত বাংলাদেশের সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যাপক অবদান রাখবে। ম্যারীনলাইফ এলায়েন্স এই সকল তথ্য সরকারী প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানে প্রদান করা সহ সার্বিক সহযোগিতা করতে আগ্রহী। উর্মিকে রক্ষা করা একান্ত জরুরী, তাই সকল সামুদ্রিক মৎসজীবিদের এ ব্যাপারে সর্তক থাকার জন্য ম্যারীনলাইফ এলায়েন্সের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এজন্য ইধহমষধফবংয ঘধাু, ঈড়ধংঃ এঁধৎফ এবং মৎস অধিদপ্তরের সহযোগিতা একান্ত প্রয়োজন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।