আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা একাডেমি ও ডিজিটাল বাংলাদেশ



বাংলা একাডেমি করে কী? আমি অবাক হই ইন্টারনেটে বাংলার ব্যবহার বাড়ানোর ব্যপারে বাংলা একাডেমির কোন ভূমিকা নাই ! ইন্টারনেটে এখনও বাংলা একাডেমির কোন ডিকশনারি ছাড়তে পারল না. ইন্টারনেটে সব ইন্ডিয়ার বাংলা ডিকশনারি. উবুন্তু, ওপেন অফিস, অভ্র – এসব বাংলা একাডেমি নিজে বাংলায় না করতে পারুক, প্যাট্রনাইজতো করতে পারে ! এসব এখন যারা করছে, তাদের মাধ্যমেই আউট সোর্সিংতো করাতে পারে ! এতে অন্কুর, অভ্রের মত সংগঠনগুলি আরও ডেডিকেশন নিয়ে কাজ করতে পারত. বাংলায় কাজের একটা সুনির্দিষ্ট, রাষ্ট্র স্বীকৃত ধারা গড়ে উঠত. ডিজিটাল বাংলাদেশ - এটাকে নেহাৎ রাজনৈতিক স্লোগান বিবেচনা না করে এর মূল স্পিরিট যদি বিবেচনা করি তবে ডিজিটাল বাংলাদেশ গড়তে উল্লেখিত কাজগুলো ছাড়া বাংলা একাডেমির আর বা অন্য কী করণীয়, আমার বুঝে আসে না. ইন্টারনেট ব্যবহারের সময় দুনিয়ার অখ্যাত সব ভাষার তালিকা দেখা যায়, ড্রপ-ডাউনে ২৫ কোটি বাঙ্গালির বাংলা সেখানে নাই – গ্লানিতে মন খারাপ হয়ে যায়. এ ব্যপারে আমাদের বিবৃতিবাজ ইন্টেলেকচুয়ালদের কোন চেষ্টা আমার চোখে পড়ল না, যা করার সব অ-ইন্টেলেকচুয়ালরাই করেছে. অ-ইন্টেলেকচুয়াল এইসব দেশপ্রেমিকদের আমার স্যালুট ! বাংলা একাডেমি ও বিবৃতিবাজ ইন্টেলেকচুয়ালদের ধিক্কার...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.