আমাদের কথা খুঁজে নিন

   

কেউ দেখার নেই

রাতের আকাশের নগ্নতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখি কিন্তু পারি না মনের আকাশ দেখতে।

জানেন হয়ত রাবার বাগানকে সবুজ মরুভূমি বলা হয়। অথচ রাবার বাগান দেখতে আমরা অনেকে অনেক পথ পাড়ি দিয়ে আসি। রাবার বাগানে কোন খাদ্য শৃঙ্খল নেই। তাই এখানে কোন পোকা মাকড় বা পাখি বসবাস করে না।

সকালে বা বিকালে কোন পাখির গান আপনি শুনতে পাবেন না। বিশ্বাস না হয় গুগলে একটা সার্চ দিয়ে দেখেন। দিন কে দিন বাংলাদেশের মাটির উপরের স্তর রাবার বাগানের মত হয়ে যাচ্ছে। দেখতে একই দেখালেও ভারসাম্য হারাচ্ছে। কেউ দেখার নেই।

বাংলাদেশে ভয়ঙ্করভাবে পলি স্তর ধ্বংস করা হচ্ছে। আমাদের চোখের সামনে ঘটা কিছু সাধারন ঘটনা : ১. ইটের ভাটায় ইট বানানো। ২. টাইল্স বানানো। ৩. সস্তা হওয়ায় ঘর সাজাতে মৃৎ শিল্পের দ্রবাদি অধিক ব্যবহার। ৪. আধুনিকতার ছলে মাটির গহনা ব্যবহার।

৫. নদীতে ভাঙ্গন রোধে বালির বস্তার পরিবর্তে মাটির বস্তা ব্যবহার। ৫. উঁচু নিচু রাস্তা ভরাটের কাজে প্রথমে মাটি এবং উপরি তলে কম বালির ব্যবহার। ৬. জলাভূমি ও ডোবা ভরাটের কাজে বালির পরিবর্তে মাটির ব্যবহার। ৭. সমতল আবাদি জমিতে বেশি বেশি বসত বাড়ি তৈরী এবং বহুতল ভবন ও মার্কেট নির্মান, নতুন রাস্তা ঘাট নির্মান। ৮. প্রচুর এবং অতিরিক্ত পরিমানে কীটনাশক ও রাসায়নিক দ্রবাদি ব্যবহার।

৯.সরকারের মাটির টালি রপ্তানিতে বিশেষ সুযোগ দেয়া। ১০. নদী ভাঙ্গন। ১১. অতিরিক্ত ফসল উৎপাদনের জন্যে জমিকে বিশ্রাম না দেয়া। ১২. মাটির PH রক্ষাকল্পে পরিকল্পিতভাবে কোন ফসল আবাদ না করা। ১৩. আর মাথায় আসছে না........... এবার আপনারা বলুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।