আমাদের কথা খুঁজে নিন

   

বড় বিলাইয়ের জঙ্গল (দ্বিতীয় কিস্তি)


প্রথম কিস্তি আবারও জঙ্গলের কিছু ছবি নিয়ে আসলাম। গরমের দিনে এগুলো দেয়াটা হয়ত ঠিক হচ্ছে না, তারপরও বেঠিক কাজটা করেই ফেলি। (আবারও বলে রাখি উপরের ছবিটা আমার জঙ্গলের না, নেট থেকে নেয়া। ) ১. হাসপাতালের পাশের একটা খেজুর গাছ। শীতকালে এই গাছ থেকে রস নেয়া হয়।

গাছি গাছ বেয়ে উঠছে হাড়ি বাঁধতে। ২. আরও একটু উঠে গেছে। ৩. কাজ শুরু হয়ে গেছে, একটু চেছে নেয়া হচ্ছে। ৪. কাঠি ঢুকানো হচ্ছে রস চুইয়ে পড়ার জন্য। ৫. কাজ শেষ, হাড়ি বাঁধা হয়ে গেছে, এখন শুধু অপেক্ষা হাড়ি রসে ভরে ওঠার।

৬. এটা আমার রুমের পেছনের একটা খেজুর গাছ, যার গায়ে একটা বটগাছ পরগাছা হয়ে বড় হচ্ছে। এটা নিয়ে অনেক আগে একটা পোস্ট দিয়েছিলাম। ৭. পাখি আমার একলা পাখি। (নামটা কি ফিঙে?) ৮. লাজুক লতা কাউয়া, মুখ লুকিয়েছে গাছের ডালে। ৯. শালিক দম্পতি।

মনে হয় মান-অভিমান পর্ব চলছে। আজকের মত এইটুকুই।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।