আমাদের কথা খুঁজে নিন

   

কোন ক্ষেত্রে 'ইনশাআল্লাহ' বলতে হবে এবং বলতে হবে না।

আমি আমার স্বল্প জ্ঞান থেকে আপনাদেরকে কিছু শেয়ার করতে চাই এবং আপনাদের কাছ থেকে মূল্যবান কিছু নিতে চাই।

'বিসমিল্লাহির রহমানির রহিম' ভবিষ্যতের সাথে সম্পৃক্ত প্রতিটি বিষয়ের ক্ষেত্রে 'ইনশাআল্লাহ' বলাই ইসলামী শরীয়া'তের ক্ষেত্রে হুকুম । কারন মহান আল্লাহ এ সম্পর্কে ইরশাদ করেছেন , "কখনই তুমি কোন বিষয়ে বলো না, আমি ওটা আগামীকাল করবো । তবে এভাবে বলবে যে, যদি আল্লাহ চান । " সূরা কাহ্ফঃ ২৩-২৪ কিন্তু না জানার কারনে দেখা যায় যে, অতীত হয়ে গেছে এ ধরনের ক্ষেত্রেও আমরা 'ইনশাআল্লাহ" শব্দটি আমরা প্রায়ই ব্যবহার করে থাকি ।

সব থেকে বেশী যেক্ষেত্রে আমরা এই শব্দটি ব্যবহার করি তা হল-'আপনি কেমন আছেন ? উত্তর হল "ইনশাআল্লাহ ভাল আছি । " এই ক্ষেত্রে । আসলে প্রকৃত উত্তরটি হওয়া উচিত ছিল, "আলহামদুলিল্লাহ ভাল আছি । " অতীত হয়ে গেছে এমন বিষয়ের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলার দরকার নেই । যেমন কোন লোক যদি বলে গত রবিবারে রমযান মাস এসেছে ইনশাআল্লাহ ।

এখানে ইনশাআল্লাহ বলার প্রয়োজন নেই । কারন তা অতীত হয়ে গেছে । অনুরূপভাবে আমি কাপড় পরিধান করেছি ইনশাআল্লাহ বলার প্রয়োজন নেই । কারন কাপড় পরিধান করা শেষ হয়ে গেছে । সলাত আদায় করার পর ইনশাআল্লাহ সলাত করেছি বলার ও দরকার নেই ।

মহান আল্লাহ সঠিক কাজটি সঠিক সময়ে করার তৌফিক আমাদের সকলকে দান করূন, আমীন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.