আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধুত্বের ক্ষেত্রে নিজস্ব আচার...

তেপান্তরের মাঠে একা বসে থাকি! এই ব্লগটা আমার যা ইচ্ছে তা লিখার জায়গা। এখানে আমাকে যুক্তি মেনে, সমাজের নিয়ম নীতি মেনে সবকিছু লিখতে হবে এমনটা ভাবছি না। আমার নিরব সময়ের অস্থির মস্তিষ্ক ভাবনার যেকোন কিছুই আমি এখানে লিখতে চাই। ভাবতে পারেন একটা এলোমেলো চিন্তার ডায়েরী। মাঝে মাঝে পাগল মনে হতে পারে, মাঝে মাঝে সমাজ ছাড়া, মাঝে মাঝে আউলা ঝাউলা, মাঝে মাঝে চিন্তাশীল, মাঝে মাঝে শিশু, মাঝে মাঝে মুরুব্বীপনা.... সবকিছু মিলিয়েই কোন দায়দায়িত্বর বালাই ছাড়াই আমার এই ব্লগ।

বন্ধুত্বের ব্যাপারে বা যেকোন সম্পর্ক রক্ষার ক্ষেত্রে আমার নিজস্ব কিছু ভাবনা আছে। আমি তিনবার আপনার দিকে হাত বাড়াবো, তিনবার আপনার ভুলকে ক্ষমা করার চেষ্টা করবো, বারংবার নিজের ভুলকে মেনে নিয়ে সংশোধনের চেষ্টা করবো... কিন্তু তিনবার আপনার প্রতি উদারতা দেখানোর পর আর আমার কাছে সেরকম কিছু আশা করবেন না। যদি এরপরও আমি উদারতা দেখাই, সৌহার্দ্যতা দেখাই, তাহলে সেটা বোনাস প্রাপ্তি আপনার। আর যদি না দেখাই তাহলে সেটাই আপনার স্বাভাবিক পাওনা। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।