আমাদের কথা খুঁজে নিন

   

অভাব

আমি বাংলার গান গাই , আমি বাংলার গান গাই , আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুজেঁ পাই।

অভাব তুসিন আহমেদ তোমরা কেউ কি দেখেছ অভাব অভাব নয় যেন হিংস্র জানোযার যখনই ভর করে গহীন বনে অন্ধকার হয় সবকিছু মনে কখনো কি বের হতে পারব না মোর ছায়া আলোতে দেখব না। এভাবে কেটে যাবে সারা জীবন এতদ্রুত ফুরিয়ে যাবে জীবন আমার তো জানা ছিল সহজ জীবন এত নির্মম তা জানা ছিল না এখনো স্বপ্ন দেখি অভাবহীন জীবন আলো এসে হাসবে আমার আঙিনায় তুসিন আহমেদ কবিতাটি আগে প্রকাশিত হয়েছে আমার ব্লগ তুসিনের জল-জোছনা fb – yahoo mess–

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।