আমাদের কথা খুঁজে নিন

   

৬ বছর পর আজ হারানো প্রেয়সীকে নিয়ে লিখলাম কবিতা! নামহীন কবিতা!

হাম্বালীগ হৈলে অফ যা। রাজাকার হৈলে গদাম।
তোমায় খুঁজে ফিরি। সহস্র প্রহর কেটে গেছে জানি তবু নির্ঘুম রাতের অতিথি হয়ে কবি সেজে হই অক্লান্ত কল্পচারী। এখনও তোমার কলম ছুঁয়ে আছে এ গানের স্বরলিপি.. সুরের আবেশে কখনও বা বাতাসে ভাসছে মুদু ধ্বনি প্রতিধ্বনিত সে কথাগুলো প্রতিবিম্ব হয়ে বারবার দেয় জানিয়ে- তোমায় আমি ভুলিনি! একা নেই আজ আমি তুমিও একা নও তবু জানতে ইচ্ছে করে অনেক কিছুই।

আহত হয়ে এপাশ ফিরে দেখি যখন তোমায়, তুমিও কি অনুভব কর আমায়? তুমিও কি নির্জনে বসে একটি সেকেন্ড অথবা একটি দীর্ঘশ্বাসে কখনও কোন কারণে বা অকারণে চিৎকার করে বলে উঠ না "ভালবাসি আজও তোমায় শুধুই?" আমি কিন্তু ভালোবেসেই চলেছি বিরামহীন হয়ত বোকার মতো। সুখ নেই, নেই জীবনের স্বাদ অথবা বিন্দুসম ছায়ার কোন আশ্রয় তবু এ তরী বেয়ে চলা... স্পর্শ করে বলতে পারতাম তোমায় আমি চাই দিতে আমার শিহরণটুকু সত্যি বলছি, আমি পারতাম হতে ঘৃণীত! হইনি শুধু তোমায় পবিত্র রাখতে! হা হা হা কী বোকা ছিলাম আমি! করেছি লুকোচুরি খেলা! আজ শুনি হোটেলে তোমার রাত্রি যাপন এলোচুলে করো সূর্যস্নান.. আমি দু:খিত না হওয়ার ভান করেও হয়েছি ম্লান। তোমার বেড পার্টনার হয়ে হয়ত আমিই থাকতাম এ সময়ে.. নির্লজ্জের মত স্তনে দিতাম ব্যথা আর তুমি কঁকিয়ে উঠতে! আমি ভাবতাম তুমি পুলকিত তাই কি? কী বৈচিত্র্য ধরণীতে! এ-ই ভেবেছিলে তুমি আমায়, না? অথচ কি করিনি তোমার জন্য? বলে যাও! বলতে পারবেনা অথবা সত্যের মুখোমুখি হতেই কি ভয় পাও? তবে শুনে রেখো একদিন দেখা হবেই। সেদিন জবাবগুলো দিতে হবে। প্রহর গুনছি আমি।

সিলেট মেডিকেলে হয়ত যাওয়া হবে না ঢাকার জসীম উদ্দীন রোডে আমি আছি। বাঁচাও নিজেকে তুমি। আজ আমার কি নেই! সব আছে সব! বাড়ি-গাড়ি-ক্ষমতা... কি চাও তুমি? নিয়ে যাও! শুধু আমায় দয়া করে একটু করো অনুভব। তোমার অনুভব শেষে বাকিটুকু আমার।
 



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।