আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি জুমো ড্রাইভ বা ড্রপ বক্সের নাম শুনেছেন?

নিজ চরিত্র বদলান দেশ বদলে যাবে।

যদি না শুনুন তাহলে শুনুন: জুমো ড্রাইভ: এটা এমন একটি ইউটিলিটি যেটা আপনাকে আপনার লোকাল ডিক্সের মত একটা ড্রাইভ দিবে যার মাধ্যমে আপনি আপনার ফাইলগুলো ওই ড্রাইভের মধ্যে রাখতে পারবেন এবং অনলাইনে যে কোন জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন । এই ড্রাইভে রক্ষিত ফাইল গুলো আপনার কম্পিউটারের C ড্রাইভে রক্ষিত থাকবে এবং এই ড্রাইভে কোন ফাইল রাখার সাথে সাথে তা তাদের অনলাইন স্পেসেও জমা হয়ে যাবে । এই ড্রাইভের সুবিধা হল আপনি যদি কোন ফাইল এতে রাখেন তাহলে এ ফাইলের যত বার এডিট করেছেন তত কপি আপনি অনলাইন থেকে নামিয়ে নিতে পারেন অর্থাৎ তা অনলাইনে জমা থাকে। তাছাড়া আপনি যদি এ ড্রাইভে রক্ষিত কোন ফাইল অন্য কোন একই নামের ফাইল দ্বার ভুলে রিপ্লেস করে ফেলেন তাহলে ওই ফাইলের পুরনো কপিও অনলাইন থেকে নামিয়ে নিতে পারেন।

যেটা আমরা কম্পিউটার থেকে করতে পারি না। জুমো ড্রাইভা আপনাকে ১ গিগাবাইট ফি স্পেস দিচ্ছে। জুমো ড্রাইভ ড্রপ বক্স: ড্রপ বক্সের সুবিধা গুলো প্রায় জুমো ড্রাইভের মতোই তবে এখানে আপনি লোকাল ডিক্সের মত কোন ড্রাইভ পাবেন না আপনাকে কোন একটা ফোল্ডার ড্রপ বক্স হিসেবে চিহ্নিত করে দিতে হবে। এবং ওই ফোল্ডারে রক্ষিত সকল সাব ফোল্ডার এবং ফাইল আপনি আপনার কম্পিউটার থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং অনলাইন থেকে অন্য কম্পিউটারে নামিয়ে এডিট করতে পারবেন এবং এডিটের পর আবার আপলোড করে দিলে আপনি স্বয়ংক্রিয় ভাবে ওই ফাইলটি আপনার কম্পিউটারে আপডেট ভার্সণ পেয়ে যাবেন। এবং এখানে আপনি সর্বোচ্ছ লাস্ট ১০ বার এডিট করা ফাইল গুলো পাবেন।

ড্রপ বক্স আপনাকে ২ গিগাবাইট ফ্রি স্পেস দিচ্ছে। মূল সাইটটি এখনে: ড্রপ বক্স । আপনি যদি রেফেরাল লিংক এ ক্লিক করে একাউন্ট খোলেন তাহলে আপনি এবং আমি উভই ২৫০ মেগাবাইট বাড়তি স্পেস পাবো। রেফেরাল । আপনি হয়ত বলতে পারেন অনলাইনে তো আরো অনেক সাইট আছে যেগুলো আপনাকে আরো বেশী স্পেস দিয়ে থাকে ।

আমি বলবো হা দিয়ে থাকে কিন্তু সেগুলিতে আপনি ফাইল স্বয়ংক্রিয় ভাবে রাখতে পারেন না । আপনি কোন ফাইল রাখতে হলে আপনাকে আপলোড করতে হয়। এখন আপনি যদি নিয়মিত ৫০ টি এক্সেল ফাইল বা ওয়ার্ড ফাইল নিয়ে কাজ করেন তাহলে আপনি কি প্রত্যেক দিন এই ৫০ টি ফাইল আপলোড করবেন নিশ্চয়ই না। আর ফাইল গুলো যদি খুবই গুরুত্ব পূর্ণ হয়ে থাকে আর যদি আপনার কম্পিউটারে হঠাৎ যদি কোন সমস্যা দেখা দেয় তাহলে আপনি কোথা থেকে ফাইল গুলো পাবেন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.