আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রের জাহাজ পাচ্ছে নৌবাহিনী

‘কাটার জারভিস’ নামের ওই জাহাজটি নৌবাহিনীতে যোগ হলে এর নাম হবে ‘বিএনএস সমুদ্র জয়’।
২৯ নটিক্যাল মাইল গতি এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন এ জাহাজটিই হবে বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজ।
হস্তান্তর প্রক্রিয়া শেষে দুটি ডিজেল ইঞ্জিন ও দুটি গ্যাস টারবাইন সম্পন্ন বিএনএস সমুদ্র জয় এই বছরের শেষ দিকে বাংলাদেশের পথে রওনা দেবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিতে ১২ মে বাংলাদেশ নৌবাহিনীর ২০ সদস্যের একটি দল আলামেইদায় পৌঁছেছে। এর নেতৃত্বে থাকছেন ভাইস এডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব।
হস্তান্তর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অধিনায়ক ভাইস এডমিরাল পল এল জুকুনফট উপস্থিত থাকবেন।  
হস্তান্তর শেষে ক্যালিফোর্নিয়া থেকে বাংলাদেশের পথে রওনা হওয়ার আগে জাহাজটির ২৬ জন প্রাক্তন নাবিক পরামর্শক হিসেবে কাজ করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৯৭২ সালে কমিশন লাভের পর থেকে জারভিস মার্কিন নৌ বাহিনীর হয়ে প্রশান্ত মহাসাগরে কাজ করছিলো। গত বছর অক্টোবরে জাহাজটিকে মার্কিন নৌবহর থেকে বাদ দেয়া হয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.