আমাদের কথা খুঁজে নিন

   

মজার একটি ধাঁধাঁ অথবা পাজল.....

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ।

বাংলা নববর্ষ ১৪১৭ উপলক্ষ্যে মজার একটি ধাঁধাঁ অথবা পাজল পোস্ট করতে খুব ইচ্ছে করছে। তিন বন্ধু । বিদেশে আছেন বহু দিন ( আমার মতো আর কি।

আমি শ্রীলংকায় আছি আজ সোয়া তিন বছর ধরে!)। তারা প্রায় প্রতি দিনই একটি রেস্টুরেন্টে খেতে যায়। এক দিন প্রতি দিনের মতো তারা খেতে গেছে। খাবার পর দেখা গেল বিল এসেছে ৩০ ডলার। কি মনে করে তিন বন্ধু প্রত্যেকে ১০ ডলারের একটি করে নোট বের করে ওয়েটারের হাতে দিল।

ওয়েটার তা ম্যানেজারের কাছে দিতেই (টাকা ভাগাভাগির ব্যাপারটি তিনি লক্ষ্য করছিলেন) ম্যানেজার বললেন, এরা নিয়মিত খদ্দের। ৫ ডলার ফেরত দাও। ওয়েটার দেখলেন, ৫ ডলার তিন জনকে ভাগ করে দেয়া কঠিন। তাই তার নিজের পকেট থেকে ১ ডলারের ৩টি নোট বের করে নিয়ে তিন বন্ধুর প্রত্যেককে ১ ডলার করে দিলেন। ওয়েটার নিজে রাখলেন, ২ ডলার।

এখন সমস্যা হলঃ প্রতি বন্ধুর মাথাপিছু খরচ হচ্ছে ৯ ডলার । ফলে মোট খরচ হয় ৯x৩= ২৭ ডলার। ওয়েটার নিয়েছে ২ ডলার। মোট খরচ ২৭ + ২ = ২৯ ডলার। অথচ তারা দিয়েছেন মোট ৩০ ডলার।

বাকি ১ ডলার কোথায় গেল?? কেউ কি বলতে পারবেন? পারলে তার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.