আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা কিংবা পেঁয়াজের ঝাঁঝ !!



সদ্য বিয়ে করা বউ নিয়ে ভালোই বিপদে পড়েছে রিয়াজ। বাবা মায়ের অমতে বিয়ে পড়া যে কত ধানে কত চালআজ টের পাচ্ছে খুব! প্রেম করেছে ভালো কথা, দুর কে যে বলছিলো বিয়েকরতে। পিয়ালের কথাটা শুনলেই পারতো ,ও একটার পর একটা প্রেম করে যায় আর বলে বিয়ে করে প্রেমটাকে অপবিত্র করতে চাইনা । শিয়াল বলে কথা,বুদ্ধিটাতো শিয়ালের মতই হবে। মাঝখান দিয়ে ওইফেঁসে গেলো ।

বাজারে থলে হাতে কাঁদো কাঁদো হয়ে ঘুরঘুর করছিলো রিয়াজ । পথেই পিয়ালের সাথে দেখা । কিরে মামা তোর এই দশা কেন ? দোস্ত আমারে বাঁচা!বলেই কেঁদে পেলে রিয়াজ ! কেন কি হইছে তোর? দোস্ত, বউ পাঠাইছে বাজার করতে কিন্তু আমিতো এসবের কিছুই বুঝিনা,আর পকেটের অবস্থাও ভালোনা। তখনই কইছিলাম শুনলিনা! এখন কই গেছে প্রেম?দুর এইটারে প্রেম কয়?আচ্ছা ভাবিসনা পাগলা পিয়াজ চল আমি দেখি কি করা যায়! দোস্ত ,ভাল কথা মনে করছোস বউ আজ কয়েক দিন পিয়াজ কিনতে জান দিয়ে দিচ্ছে,কইছে আজ না নিয়ে গেলে ঘরেঢুকতে দিবেনা । চিন্তিন মুখে দুবন্ধু বাজার নিয়ে বাসায় ফিরলো।

এত দাম দিয়ে পিয়াজ কিনতে সাহসে কুলালোনা রিয়াজের । দাম শুনে চোখ দিয়ে পানি পড়লো যেন পিয়াজের ঝাঁঝেই । মিতু পিয়াল কে দেখে খুশি হলো খুব,বললো খেয়ে যাবে কিন্তু। বাজারের থলেতে পিয়াজ না দেখে মিতু থলেটা রিয়াজের দিকে ছুঁড়ে মারলো রাগ করে। এই তোরে কইছিনা পিয়াজ আনতে? এই বউ থামো থামো,তুই তুকারি কর ক্যান?আমি এখন তোমার জামাইনা? পিয়াল বলে মিতু শুন রিয়াজকে আমরা সারাজীবন পিয়াজই ডাকছি।

ওতো পিয়াজ কিনতে চাইছিলোই, কিন্তু পিয়াজের বাজারে ঝাঁঝের জন্য ঢুকতে পারছিলামনা । পরে আমিই নিষেধ করছি যে তুই নিজেই একটা পিয়াজ তর আবার পিয়াজ খেতে হয় নাকি? শিয়াল মাথা গরম করিসনা কইলাম। ও পিয়াজ আর তুই শিয়াল তোদের পিয়াজ খাওয়া নাহয় লাগেনা । কিন্তু আমিতো ওসব কিছু না, মিতু ক্ষেপে যায়। দুর,ও পেঁয়াজ হলে তুই ওর পিয়াজু না ?পিয়াল ওকে বোঝানোর চেষ্টা করে ।

রিয়াজ ভয়ে ভয়ে বউয়ের হাত ধরে বলে বউ পেঁয়াজ কাটতে গেলে তোমার চোখ দিয়ে পানি পড়ে এটা আমার খুব খারাপ লাগে। দরকার নাই এমন পেঁয়াজ খাওনের। হইছে আর ঢং করতে হবেনা ,পেঁয়াজ কেনার মুরোদ নাই আর আসছে বিয়ে করতে । আগে জানলে মোহরানা বাবদ কয়েকমণ পেঁয়াজই চাইতাম । পিয়াল ইতিমধ্যেই বের হয়ে কোথা থেকে যেন একটা টাইগার বাম আর একটা ছোট্ট পেঁয়াজ নিয়ে আসলো ।

বললো নে ঝাঁঝের জন্য তরকারীতে এই টাইগার বামটা ইউজ করিস একটু একটু । আর স্বাধের জন্য এই পেঁয়াজটা একটা কাপড়ে বা পুটলিতে বেঁধে নিয়ে প্রতিদিন প্রতিটি তরকারীতে ঢুবিয়েই তুলে ফেলবি। কাটিসনা যেন আবার কাটলেই পানি পড়বে চোখ দিয়ে । মিতু হাতের খুন্তি দিয়েই দু বন্ধুকে তাড়া করলো । রিয়াজ হাঁফাতে হাঁফাতে বলে দোস্ত ঠিক বলছিস ভালবাসা এবং পেঁয়াজ কাটা দুটি কাজ করলেই কাঁদতে হয় ।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.