আমাদের কথা খুঁজে নিন

   

আল্ট্রাসনোগ্রাফি তে ধরা পড়ল গাভীর পেটে বাচ্চা নেই। ( ভ্রেকিং নিউজ ৯ )

সরকার বলে বিরোধী দল দায়ী, বিরোধী দল বলে সরকার দায়ী, জামাত বলে ভারত দায়ী, ভারত বলে পাকিস্তান দায়ী, রাজাকার বলে ভাদাকার দায়ী, ভাদাকার বলে রাজাকার দায়ী। আমি বলি আপনারা দায়ী আপনারা বলবেন আমি দায়ী। তাই আমার উপর জানজট, লোডশেডিং জারী

কেরানিগঞ্জের গরিব চাষি জামাল মিয়া গত বুধবারে তার গাভীটি বিক্রি করে সোয়ারিঘাটের এক মাছের ব্যাবসায়ীর কাছে ১৯০০০ টাকায়। কিন্তু ক্রেতা পরদিন গাভীটি নিয়ে তার বাড়ীতে ফেরত আসে। ক্রেতার বাড়ীর অন্যরা বলেছে গাভীর পেটে বাচ্চা আছে ।

সে বাচ্চা ওয়ালা গাভী দিয়ে কুরবানী করবেনা। জামাল বলে তার টাকার দরকার গাভী বিক্রি করতে হবে। কিন্তু কুরবানের জন্য আর কেউ গর্ভবতী গাভী কিনবেনা। আর অপরদিকে জামাল নিশ্চিত ভাবে দাবি করে যে গাভীর পেটে বাচ্চা নেই কারণ গাভীটিকে ষাঁড়ের সংস্পর্শে রাখা হয়নি। বাচ্চা কিভাবে হবে।

সে দাবি করে বেশী খাওয়ানোর কারণে পেট ফুলেছে। অবশেষে জামাল তার স্ত্রীর পরামর্শ অনুযায়ী ঢাকার পশু হাসপাতালে গিয়ে গরুর আল্ট্রাসনোগ্রাম করে নিয়ে আসাতে। আল্ট্রাসনোগ্রামে ধরা পড়ে গাভীর পেটে বাচ্চা নেই। অবশেষে সে আল্ট্রাসনোগ্রামের রিপোর্ট নিয়ে বাজারে যায় এবং বিশ্বস্ত সূত্র জানায় যে, গাভী ২২০০০ টাকায় কেরানিগঞ্জের জিনজিরা প্লাজার এক কাপড় ব্যাবসায়ীর কাছে বিক্রি করেছে জামাল। জামালের মন্তব্য জানতে চাইলে সে তার স্ত্রির বুদ্ধির বিপুল প্রশংসা করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।