আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা FALL করতে পারে



হ্যা, আওয়ামী লীগের অন্ধ সমর্থকেরা আশ্চর্য হবেন। কিন্তু ভন্ড পীর আমজাদ বাংলাদেশের এখন ইস্যু নয়, মিডিয়া ট্রায়ালে পাবলিকের চোখ ঘুরিয়ে রাখার রাজনীতি ১/১১ এর পরেই হারিয়ে গেছে। ১/১১ এর সরকার বিএনপি, আওয়ামী লীগের প্রচলিত নস্ট রাজনীতিতে যে ঝড় এনেছিলো তাতে যে সরকারী দল শিক্ষা নেয় নি তা জনগন দেখতেই পারছে। বিএনপি বিরোধী দলে থাকার সুবাদে ১/১১ এর পরে তাদের সংস্কার জনগন কিভাবে মুল্যায়ন করবে তার চেয়ে বেশী সরকারী দল কি করছে। ঢাকা সহ সারা দেশে গ্যাস-বিদ্যুত-পানির যে স্মরনকালের সংকটে পড়েছে তা শুধুই পুর্ববর্তী সরকারের উপর চাপিয়ে আর ভন্ড পীরের ছবি প্রকাশ করে আসল ইস্যু থেকে দৃস্টি সরানোর চেস্টা ব্যর্থ হবেই।

১, প্রশাসনে সরকারের নিয়ন্ত্রন হারিয়ে যাচ্ছে ২, বিচারপতি নিয়োগে দলীয়করন প্রবল বিক্ষোভের সৃস্টি করতে পারে ৩, গত ১৬ মাসে ছাত্রলীগকে দিয়ে মন্ত্রীরা টেন্ডার বাজিতে ব্যস্ত থেকেছে, এখন ছাত্রলীগকে স্বাধীন ঘোষনা দিয়ে ইডেনের অসামাজিক কর্মকান্ডকে ঢেকে রাখার চেস্টাও ব্যর্থ হতে যাচ্ছে। শোনা যাচ্ছে, মিডিয়ার সম্পাদকদেরকে সরকার নিয়ন্ত্রনের জন্য ইডেনের ছাত্রীদেরকেও ব্যবহার করছে। কাজেই বাংলাদেশ যে গভীর সংকটে পতিত হচ্ছে তা পানির মতোই স্বচ্ছ। এমতাবস্থায়, গনবিস্ফোরনে সরকারের পতন হলে আশ্চর্য হবার কিছুই নেই। রফতানিতে ধস সফররত আইএমএফ কর্মকর্তারা বলেছেন, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৫ শতাংশের বেশি হবে না।

পাশাপাশি দেশের মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি ৮ শতাংশে উন্নীত হবে বলে মনে করে সংস্থাটি। এর প্রধান কারণ হিসেবে তারা রফতানিতে ধস নামাকে দায়ী করেছেন। কৃষির অবস্থাও খারাপ শরীয়তপুরে ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন এখন অতিষ্ঠ। সেচ সংকটের কারণে শরীয়তপুরের ছয় উপজেলার কৃষকরা বোরো চাষ নিয়ে সংকটে পড়েছে। বিদ্যুৎ নেই : সেচ পাম্প অচল থ্যাইলান্ডে ক্যু উল্লেখ থাকে, আমারব্লগ ডটকম প্রথমপাতা থেকে কেন সরিয়ে ফেললো জানি না।

তাই এখানে আইডি খুলে তা পোস্ট করলাম। [/si http://chloman.amarblog.com/posts/103793/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.