আমাদের কথা খুঁজে নিন

   

মাথামোটা শিক্ষানীতি প্রনয়ন কারীদের প্রতিঃ-



আপনারা জানেন কি? ১। ২০০১, ২০০২, ২০০৩ সালের S.S.C এবং ২০০৩ সালের H.S.C তে চতুর্থ বিষয়ে প্রাপ্ত গ্রেড যুক্ত হয়নি। ২। ২০০৪ সাল থেকে দুই পরীক্ষাতেই চতুর্থ বিষয়ে প্রাপ্ত গ্রেড যুক্ত হয়। ৩। ২০০১ ও ২০০২ সালে S.S.C তে greading distribution ছিল নিম্নরূপঃ 80-100=A+(GPA 5) 60-79=A(GPA 4) 50-59=B(GPA 3) 40-49=C(GPA 2) 33-39=D(GPA 1) ৪। ২০০৩ সাল থেকে S.S.C ও H.S.C তে greading distribution একটু পরিবর্তন করে নিম্নরূপ করা হয়ঃ- 80-100=A+(GPA 5) 70-79=A(GPA 4) 60-69=A-(GPA 3.5) 50-59=B(GPA 3) 40-49=C(GPA 2) 33-39=D(GPA 1) অর্থাৎGPA 3 (50-59) পেলে প্রথম বিভাগ(60%) বিবেচনা করা হবে!!! এটা কি করে সম্বভ????? যত্ত সব মাথামোটার দল। এখন যারা (GPA 3 থেকে 3.5 এর আগ পর্যন্ত) ফর্ম জমা দিয়েছেন তারা কি কুরবেন??? আপনারা কি সুস্থ মস্তিস্কে এই সব সিদ্ধান্ত নেন??? আর কত কাটাছেড়া করবেন??? দয়া করে এবার একটু রেহাই দেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.