আমাদের কথা খুঁজে নিন

   

কম্পিউটার চালুর সময়ে বারবার F1 চাপার যন্ত্রনা থেকে মুক্তি চাই। Help Please

সুন্দর এক সুখী সমাজ গঠনের ডাক দিয়ে যাই

কম্পিউটার চালুর সময়ে এই লেখা আসছে- CPU Fan Error! Press F1 to Resume আমার কম্পিউটার গত এক বছর Windows Setup দেইনি। পরিস্কারও করা হয়নি প্রায় ছয় মাস। কম্পিউটার অনেক স্লো হয়ে গিয়েছিল। আমার কম্পিউটার Configuration ------ Processor: Intel Celeron 1.8 GHz Motherboard: ASUS P5KLAM (G31 Chipset) Ram: 1 GB DDR2 (800 Bus) গতকাল ছুটি ছিল তাই বসলাম সেটা নিয়ে। ভেতরে খুলে সব পরিষ্কার করলাম।

কয়েক মণ ধুলা ময়লা বের হল। Processor এর ফ্যান খুলে সেটা এবং Processor এর উপরে ময়লা পরিষ্কার করলাম। চালুর পর দেখি Message Show করছে- ................ CMOS Date and Time not Set Press F1 to Run Setup Press F2 to Continue Mother Board এর Battery খুলে লাগালাম। Time ঠিক হল। কিন্তু প্রতিবার চালুর সময়ে CPU Fan Error! Press F1 to Resume আসছে।

CPU Fan চলছে। কোন সমস্যা নেই। আগে কখনই এমন হয়নি। আমি Bios এর কোন Setup Changeও করিনি। Windows Setup দিলাম তবুও কাজ হচ্ছেনা।

এখন এটাকে যন্ত্রণা মনে হচ্ছে। এ থেকে পরিত্রানের উপায় কি? যারা জানেন Help করেন ভাই (ও বোন)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.