আমাদের কথা খুঁজে নিন

   

কুইজ ব্লগ: এনসিএল এ ডিপজল, মমতাজ, আম্লীগ, প্রথম আলো..... টিম নামাইলে কি শিরোনাম দিত?

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

মালিক: ডিপজল টিমের নাম: কোপা সামসু প্রেরণা সঙীত: সামসু কোবাইত চ্যাও? কুপাও মালিক:মমতাজ টিমের নাম: ফাইট্টা যায় প্রেরণা সঙীত: বন্ধু যখন বউ লইয়া মালিক :আম্লীগ টিমের নাম: মুজিব সেনা প্রেরণা সঙীত: শোন একটি মুজিবরের... মালিক: প্রথম আলো টিমের নাম: বদলে গেলে বদলি পাবে প্রেরণা সঙীত: আলো আলো বেশি আলো শব্দে গন্ধে মন মাতালো মালিক: সাকা চৌ টিমের নাম: কাপড় খুলে খেলতে হবে প্রেরণা সঙীত: তোল তোল ঐ কাছা তোল.... মালিক : যে কোন ব্লগ টিমের নাম: বাধভাঙ্গাআমরাসচল প্রেরণা সঙীত: এসো এসো আমার ব্লগে এসো...আমার ব্লগে ধীরে বৎস বলেছেন: মালিক: এরশাদ টিমের নাম: দি লুলস প্রেরণা সঙীত: তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সেকি মোর অপরাধ আমি সুর ধরাইয়া দিয়া গেলাম বাকীটা আপনেরা পূরণ করেন....গো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।