আমাদের কথা খুঁজে নিন

   

কুইজ! কুইজ!! কুইজ!!! সঠিক উত্তরদাতার জন্য থাকছে আকর্ষনীয় পুরষ্কার!



নতুন নতুন বিষয় সামনে পাঠকের আনাই বিসাগের কাজ। সেই ধারাবাহিকতায় আরেকটি সংযোজন কুইজ প্রতিযোগীতা। এইবারের বিশেষ সংখ্যায় সকল প্রশ্নই নারীদিবসকেন্দ্রিক। কুইজে শুধুমাত্র জার্মানবাসী বাংলাদেশিরাই নয়, বরং বাংলাদেশে যারা আছে তারাও অংশ নিতে পারবে। বিজয়ীর জন্য রইল আকর্ষণীয় পুরষ্কার ।

আমাদের গত পর্বের বিজয়ী


ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, বাংলাদেশ থেকে রাশেদ আল আমিন।

চলুন এবার একনজর দেখে নেই কুইজগুলু -

১. ৮ ই মার্চ নারী দিবস হিসেবে পালিত হওয়া শুরু হয়েছে কোন সালে?
ক) ১৯১০ খ) ১৯১১
গ) ১৯১২ ঘ) ১৯১৪

২. সর্বপ্রথম কখন ও কোথায় নারী দিবস পালন করা হয়?
ক) ১৯০৮, শিকাগো খ) ১৯১০, ক্যালিফোর্নিয়া
গ) ১৯০৯, নিউইয়র্ক ঘ) ১৯১০, নিউইয়র্ক
৩. জার্মানিতে নারীরা কত সালে ভোটাধিকার পায়?
ক) ১৯২২ খ) ১৯১৯
গ) ১৯১৪ ঘ) ১৯১০


৪. এখন পর্যন্ত কতজন নারী শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছেন?
ক) ৬২ খ) ৩৩
গ) ১৫ ঘ) ৭

৫. মাদার তেরেসা কত সালে শান্তিতে নোবেল লাভ করেন?
ক) ১৯৭৬ খ) ১৯৭৯
গ) ১৯৮৮ ঘ) ১৯৮১

৬. জার্মানির মোট জনসংখ্যার কত শতাংশ নারী (২০১২ সাল পর্যন্ত)?
ক) ৫০% খ) ৫১%
গ) ৫২% ঘ)৫০.৯৫%

৭. এবারের নারী দিবসের স্লোগান কি?
ক) Women and the Peace Table
খ) Women in Decision-making
গ) A Promise is a Promise: Time
for Action to End Violence Against Women
ঘ) Equality for Women is Progress for All

৮. এঙ্গেলা মের্কেল কোন বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রী লাভ করেন?
ক) লাইপজিগ খ) লাইবনিজ
গ)হামবুর্গ ঘ) বার্লিন

৯. বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যানকর,অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর- এটি কার লেখা?
ক) রবীন্দ্রনাথ ঠাকুর খ) কাজী নজরুল ইসলাম
গ) শামসুর রাহমান ঘ) জসিমউদ্দীন

১০. সর্বপ্রথম কোন নারী নোবেল অর্জন করেন?
ক) মেরি কুরি খ) জুলিয়ট কুরি
গ) সেলমা লাগেরলোফ ঘ) হেরথা মুলার

কুইজের নিয়মাবলী ও বিস্তারিত দেখুন
নারী দিবস বিশেষ সংখ্যা – মার্চ, ২০১৪!

লিঙ্কঃ http://bsaagweb.de/bsaag-magazine-march-2014

উপরের লিঙ্কে দেখতে প্রব্লেম হচ্ছে তা হলে দেখুন নিচের লিন্কে
Click This Link

ফেসবুক-http://goo.gl/vc2WLM

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।