আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ব্লগ কি বিকার মস্তিস্ক চর্চার ক্ষেত্র?

নীরব বয়ান

অনেক উৎসাহ নিয়ে বাংলা ব্লগে এলাম বাংলা চর্চা করার জন্যে। আমার ল্যাপটপে বাংলা ফন্ট ম্যাচ না হওয়ার কারণে এতদিন বাংলায় লিখতে পারছিলাম না। কয়েক দিন হলো বাংলা ফন্ট সমস্যার সমাধান করে ফেলেছি। পরপর কয়েকটা পোস্ট দিলাম। আশা করেছিলাম বাংলা ব্লগের অধিকাংশ ব্লগার রুচিশীল ও মার্জিত।

মতের ভিন্নতা থাকতে পারে, এবং থাকাটাই স্বাভাবিক। ভিন্নতার মধ্যে ঐক্যের সেতুবন্ধন সৃষ্টি করাটাই হলো পরমতসহনশীলতা। কিন্তু হায়, আমার পোস্টগুলোর বিপরীতে পোস্টগুলোতে অধিকাংশ মন্তব্য রুচিহীন। মাথা ঠিক রাখার চেষ্টা করেছিলাম; কিন্তু পুরোটা পারিনি। দু'একটা মন্তব্যে বিপরীতে 'যেমন কুকুর তেমন মুগুর' ধরনের জবাব দিয়ছিলাম।

এসব জবাব লেখার পর চা খেতে খেতে আজকে নিজেকে প্রশ্ন করলাম, আমিও কি বাংলা ব্লগে অসুস্থ চর্চার ফাঁদে আটকা পরে যাচ্ছি? আত্মজিজ্ঞাসার পর আর বাংলা ব্লগে কিছু লিখতে উৎসাহ পাচ্ছি না। নতুন ব্লগার হিসেবে আমার কাছে মনে হচ্ছে বাংলা ব্লগে বিকার মস্তিষ্কের চর্চা হচ্ছে। তবে, কিছু কিছু ব্লগার এর ব্যতিক্রম আছেন, যারা অসুস্থতার বিরুদ্ধে নিজেদের সৃজনশীলতার চর্চা করে যাচ্ছেন। তাদেরকে অবশ্যই প্রশংসা করতে হয়। আমি চিন্তা করছি, ব্লগে লিখে কোন উপকার পাবো কি, অন্ততঃ মানসিক স্বস্তিটুকু? সেসব বীর সহযোদ্ধাদের সাথে কলম ধরবো? কয়েকদিনে লক্ষ্য করলাম অনেক ব্লগার আছেন নিজেরা কিছুই লিখেন না; কিন্তু অন্যের লেখাতে মন্তব্য দিতে সিদ্ধহস্ত।

তবে মন্তব্যগুলো যদি একটু মার্জিত হতো, এবং বস্তুনিষ্ঠ হতো তাহলে বলার কিছুই ছিল না। গালি ও খিস্তিখেউরে মন্তব্য দেখলে নিজের মাথা ঠিক রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। নীতিমালা করে সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না, যতক্ষণ নিজেরা নীতি না মানেন। এই ব্লগ ব্যবহারের নীতিমালা থাকতে পারে, কিন্তু ব্যবহারকারীরা যদি সেসব নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল না থাকেন তাহলে নিয়ন্ত্রণকদের করার কি আছে? ক'দিন কি করবেন! আমার বিশ্বাসমতে, এ ব্লগে অধিকাংশই ব্লগার বয়সে তরুণ। কিন্তু তরুণ প্রজন্মের এ ব্লগ চর্চা দেখে আমি তরুণ হিসেব খুবই হতবাক।

ব্লগে কি রুচিশীল ভাষা প্রয়োগ করা যায় না? কাউকে গালি দিতে হলে বাংলা ভাষায় কি মাধুর্যপূর্ণ শব্দের অভাব আছে? সেসব মাধুর্যপূর্ণ শব্দ বাংলা ভাষার ভান্ডার থেকে আমাদের তরুণ প্রজন্ম খুঁজে বের করতে পারে না? ভাইবোনেরা, আমাকে অনেকে উপজাতি বলে ডাকেন। আমাকে 'উপ' উপাধি দিয়ে উপহাস করতে পারেন, তাতে আমার কোন আপত্তি নেই। তবে তার জন্যে রুচিশীল শব্দ চাই। আপনারা হলেন, দেশের বৃহত জনগোষ্ঠীর মানুষ। আপনারা হলেন আমাদের রোল মডেল।

আপনাদের শিক্ষা সংস্কৃতিতে যদি পরিশীলতার অভাব ঘটে, সেটার প্রভাব আমাদের সমাজেও পড়ে। এ ব্লগে অনেক নবীন 'উপজাতি'/আদিবাসী ছাত্র-ছাত্রী কিছু লিখতে আসে, শিখতে আসে। দয়া করে আপনারা তাদেরকে গালি ও খিস্তিখেউরে ভাষা শিখাবেন না। তারা এখান থেকেও ভাষা শিখছে। সুন্দর ও পরিশীলিত ভাষা শেখান তাদেরকে।

আশা করছি, আপনাদের তারুণ্যশক্তিকে সৃজনশীল কাজে ব্যবহার করবেন। বিকৃত মস্তিষ্ক চর্চা থেকে নবীন প্রজন্মকে রক্ষা করবেন। দেশকে এগিয়ে নিতে হলে সৃজনশীলতাই অপরিহার্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.