আমাদের কথা খুঁজে নিন

   

হুমমমমঃ আগামীর জন্য কিছু রাখুন...

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

১. ট্রাফিক সিগন্যাল, সামনে লাল বাতি । গাড়িটা থেমে আছে । গাড়িতে বসে আছে একজন মধ্যবয়স্ক এক্সিকিউটিভ ধাচের মানুষ আর সাথে আট-দশ বছরের ছেলে, পরনে স্কুলের পোশাক ।

আবহ বলে দেয় বাবা স্কুল শেষে ছেলে বাড়িতে পৌছেঁ দিচ্ছে । ক্লোজশটে দেখা যায় গাড়িতে রাখা একটা খেলনা শোপিস ইঞ্জিনের ঝাকুনিতে কাপঁছে । হঠাৎ করে ছেলেটি বলে ওঠে.. পাইছি... সাইকেল মেকানিক.... বড় হয়ে আমি সাইকেল মেকানিক হবো.... বাবা ভড়কে গিয়ে জিজ্ঞেস করেন..... সাইকেল মেকানিক, এতোকিছু থাকতে তোমার সাইকেল মেকানিক হবার ইচ্ছে হলো কেন ?? ছেলের চটপট উত্তর... তোমারা যেভাবে পেট্রোল (জ্বালানী বা শক্তি) নষ্ট করছো তাতে ভবিষ্যতে আমাদের জন্য কোন জ্বালানী থাকবে না । তখন সবাই সাইকেল ব্যবহার করবে । আর তাই সে.... বাবা ছেলের কথা শুনে খানিকটা লজ্জা পেয়ে সিগন্যালে দাড়িয়ে থাকা গাড়ির স্টার্টটা বন্ধ করেন ।

(হিন্দি জ্ঞানের সীমাবদ্ধতার কারণে বিজ্ঞাপনটি নিজের মতন করে লেখা) ২. ঢাকা শহর এখন বলা যায় বিলবোর্ডের শহর । আর সেই বিলবোর্ড জুড়ে চলছে নানা রকম অদলবদল এর বিজ্ঞাপন । সেই বিজ্ঞাপনে আবারো ট্রাফিক সিগ্যানাল । লালবাতি জ্বলছে। তবে এবার চলমান নয় স্টিল বিজ্ঞাপন ।

জেব্রাক্রসিং দিয়ে দুটো গাড়ি দ্রুতগতিতে বেরিয়ে যাচ্ছে আর একটি গাড়ি লালবাতি দেখে থেমে গেছে । নিচে লেখা... ‘আপনি শুরু করুন, বাকিরা ঠিকই বদলাবে’... ৩. আবারো বিলবোর্ডের বিজ্ঞাপন । ঠিক আগের বিজ্ঞাপনটার পাশেই । পুরো বিলবোর্ড জুড়ে লেখা ... সবকিছু বদলাতে নেই... সত্য, সম্পর্ক, সুন্দর, সংবাদ... ৪. বেশ রাত হয়েছে, বোধহয় ১১টা হবে । বাসায় ফেরার আগে চা খাবার জন্য্ একটা হোটেলের সামনে দাড়িয়েছি ঠিক সেই মুহুর্তে ইলেকট্রিসিটি চলে গেল, হোটেলের ভিতর থেকে চিৎকার... হাসিনা গেল, হাসিনা গেল... সেই সাথে সাথেই শুনি পাশের দোকানদারের চিৎকার .. খালেদা আইলো খালেদা আইলো .... আর সাথে সাথে তার ফিরিস্তি শুরু হয়ে গেল খালেদা আর পুত্ররা কত হাজার কোটি টাকা লুটপাট করেছেন যার জন্য আজকের এই অবস্থা... হুমমমমঃ রাজা যায় রাজা আসে ।

আর আমরা প্রজাই রয়ে যাই। আমাদের বদলে যাওয়া হয় না । আমরা বদলাতে পারি না , বদলে দিতেও পারি না। এতো হাহাকারের পরও আমাদের পরিমিতি বোধ জাগে না। আর আগামীর জন্য, আগামীর প্রজন্মের জন্য সঞ্চয় একটা অবসবাসযোগ্য বাংলাদেশ।

গরম এলে পানি, বিদ্যুৎ, গ্যাসের জন্য হাহাকার করি । বর্ষা এলে আবার পানিতে ভাসি, শীত এলে ঠান্ডায় কাপিঁ ... এই যেন আমাদের নিয়তি । আর ওদিকে সরকার বাহাদুর বলেছেন ৩ বছরের আগে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব নয় । তাহলে উপায় ?? একটাই, এবার সব রাগ-প্রতিবাদ শ্যাষ করবেন না , আগামী বছরের গরমের জন্য কিছু রাগ-প্রতিবাদ সঞ্চয় রাখুন ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.