আমাদের কথা খুঁজে নিন

   

নতজানু- নারীর কাছে

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

আলো আঁধারীর মাঝে তোর কাছে যাই,নারী নপুংশক সময় এবার বিদায় ভোর হবার আগে সংগমে চল সূর্য ডুবার আগে আমার বিপ্লবী চাই। সহযোদ্ধারা যে যার পথে,আপন ঠোঙ্গা পুরে কেহ বেশ্যাপাড়ায় ছিনালের ঘরে করে খেলা কেহ করে ইশ্বরের পুচ্ছ ধরে টানাটানি ইশ্বরের পায়ু পথে বিপ্লব নামায়। তোরে হাজার সেলাম নারী তোরে যে বিয়ান দ্যাছে তাঁরেও সেলাম আমার কাছে আয় চল আমার লগে শুবি কাম প্রেম যা চাইবি সবই তুই পাবি। সংগমে সংগমে চল ঢেউ তুলি রমণ মথন শৃঙ্গারে তুলি দেহের তুফান বন্ধ্যা সময় অসভ্য সভ্যতা করি খান খান ফুল পাখি ঢেউ জল নাও ডিঙ্গা করব তোরে দান। আজ কবিতা চাইনা রৌদ্রদৃপ্ত শপথ চাই,কবি চাইনা যোদ্ধা চাই।

কবিতাময় পৃথিবীর জন্য,কবিতার পৃথিবীর জন্য একজন দুধর্ষ যোদ্ধা চাই। আজ আঁতেল চাইনা ঘাতেল চাই। সংগম চাই। পুরুষাঙ্গ চাইনা হাতিয়ার চাই পুরুষাঙ্গ তুমি হাতিয়ার হয়ে যাও! আমি আর্তনাদ চাইনা বিপ্লবীর বজ্রকণ্ঠ গর্জন চাই। আর কতো কাল যাবে কালের স্রোতে ! দুঃসহ সময় ! আর কতো গুণতে হবে বন্ধ্যা প্রহর? রাত অনেক হলো, আকাশে ভোরের আভাস আর গল্প নয়,চল নারী ফসল ফলাই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.