আমাদের কথা খুঁজে নিন

   

পার্বতীপুরে "ডেম্যু ট্রেন" আনুষ্ঠানিক উদ্বোধন আজ

দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশন থেকে আজ মঙ্গলবার দুটি ডেম্যু ট্রেন উদ্বোধন করবেন রেলমন্ত্রী মুজিবুল হক এমপি। আজ থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ৪ লাইনের জংশন পার্বতীপুর রেলষ্টেশন থেকে পার্বতীপুর-ঠাকুরগাঁও ও পার্বতীপুর-লালমনিরহাট রেলপথে নিয়মিত চলাচল শুরু করবে "ডেম্যু ট্রেন"।

এ সময় ভুমি প্রতিমন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপিসহ রেলের লালমনিরহাটের বিভাগীয় রেল ব্যবস্থাপক আব্দুল হাই, বিভাগীয় পরিবহন সুপারিনটেনডেন্ট মোস্তাফিজার রহমান, বিভাগীয় প্রকৌশলী আসাদুল হক, বিভাগীয় যানি্ত্রক প্রকৌশলী রেজাউল করিম, সহকারী যান্ত্রিক প্রকৌশলী (ইনচার্জ) হাসানুজ্জামান, পার্বতীপুর রেলষ্টেশনের এরিয়া অপারেটিং ম্যানেজার শাহ আলম তালুকদার এবং পার্বতীপুর স্টেশন মাস্টার শেখ আব্দুর জব্বারসহ রেলওয়ে উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

পার্বতীপুর স্টেশন মাষ্টার শেখ আব্দুর জব্বার জানান, প্রথম ডেমু ট্রেন সকাল ১০টায় ঠাকুরগাঁও স্টেশন থেকে উদ্বোধন করা হবে এবং দ্বিতীয় ডেমু ট্রেনটি বিকেল ৫ টায় পার্বতীপুর রেলষ্টেশনের ৫ নং প্লাটফর্ম থেকে উদ্বোধন করা হবে।

পার্বতীপুর থেকে ঠাকুরগাঁও ৯৪ কিলোমিটার রেলপথের ৫টি রেলষ্টেশন চিরিরবন্দর, দিনাজপুর, সেতাবগঞ্জ, পীরগঞ্জ ও  ঠাকুরগাঁও এ ডেমু্য ট্রেনটি যাত্রা বিরতি করবে।

এছাড়া পার্বতীপুর লালমনিহাট রেলপথের ৫টি রেলষ্টেশন খোলাহাটি, বদরগঞ্জ, রংপুর, কাউনিয়া ও লালমনিরহাটে এ ট্রেনটি যাত্রা বিরতি করবে।

ঘন্টায় ৭০ কিলোমিটার গতি সম্পন্ন ৩শ' যাত্রীর ধারণ ক্ষমতার ৩টি বগীর প্রতিটি ডেম্যু ট্রেনে ১শ ৪৯ যাত্রীর বসার ও ১শ ৫১ যাত্রীর দাড়িয়ে গন্তব্যে যাতায়াত ব্যবস্থা রয়েছে। পার্বতীপুর থেকে লালমনিরহাট পর্যন্ত টিকেটের মূল্য ৩৫ টাকা এবং দিনাজপুর পর্যন্ত টিকেটের মূল্য ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

জানা যায়, এ সব ডেম্যু ট্রেনের বিড়ম্বনা হলো- দীর্ঘপথ পাড়ি দিলেও ট্রেনে প্রসাব-পায়খানার জন্য কোন টয়লেট নেই। এছাড়া বগীর দরজা প্লাটফর্মের চেয়ে অনেক উচুঁ হওয়ায় বয়স্ক, শিশু ও অসুস্থ যাত্রীদের উঠানামায় দারুন অসুবিধা হবে।

উল্লেখ্য, রেলওয়ের পশ্চিমাঞ্চলের পার্বতীপুর-লালমনিরহাট, পার্বতীপুর-ঠাকুরগাঁও ও পার্বতীপুর-সৈয়দপুর রুটে চলাচলের জন্য গত ২০ জুলাই এক জোড়া ডেম্যু ট্রেন পার্বতীপুরে এনে রেলওয়ে ইয়ার্ডের ওয়াশ পিটে ফেলে রাখা হয়। পরে গত ১৫ আগষ্ট বৃহস্পতিবার পার্বতীপুর-ঠাকুরগাঁও ও পার্বতীপুর-লালমনিরহাট রেলপথে পরীক্ষামূলকভাবে "ডেম্যু ট্রেন" উদ্বোধন করেন রেলের লালমনির হাটের বিভাগীয় রেল ব্যবস্থাপক আব্দুল হাই।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।