আমাদের কথা খুঁজে নিন

   

মঈন মুরসালিন/শনির ভর/নদীর বিলাপ/তোমার ঠিকানা/নিব ৩৪



শনির ভর নদীর উপর শনির ছায়া যতোই করো দেশের মায়া মায়া দিয়ে কাটবে না তো শনির ভর ভাবতে হবে দেশকে নিয়ে দেশের পরিবেশকে নিয়ে হতেই হবে স্বনির্ভর। নদীর বিলাপ নদীর বিলাপ শুনে কাঁদে এই মন মন কেঁদে লাভ কিরে আমাদের আছে ঘিরে পরশীর ঘর পড়শীর ঘর ঘুরে একদিন খুঁজে পাবে আমার কবর। তোমার ঠিকানা ‘তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা’ নদীর মাঝে চর জেগেছে দুঃখের কথা কমুনা নদীর শোকে কাঁদছে স্বদেশ এই কি স্বাধীন নমুনা? নিব উৎসঙ্গ সৃজন চিন্তনের একটি শোভণ ছড়াপত্র বর্ষ-দশ, সংখ্যা-৩৪, মার্চ-২০১০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।