আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিনকার পরিচ্ছন্নতা



প্রতিদিন ভোরবেলা রাস্তায় ঝাড়ুর আওয়াজ পাওয়া যায়।বড় বড় বাঁশ বা কাঠের লাঠির মাথায় ঝাড়ু লাগিয়ে হেঁটে হেঁটে এপাশ ওপাশ পরিস্কার করে যায় পরিচ্ছন্নতাকর্মীরা। কোথাও মহিলা, কোথাও পুরুষ কোথাও বা তরুণবয়সী কেউ। পরিস্কার রাস্তা দেখতেও ভালো, এর ওপর দিয়ে হেঁটে যেতেও সাচ্ছন্দ্য লাগে।আরেকদল পরিচ্ছন্নতাকর্মীরা বাসার বর্জ্য এসে নিয়ে যায়। কেউ গেইটে দাঁড়িয়ে, হুইশল/বাঁশী বাজিয়ে, কেউ ঘরের দরজায় এসে নিয়ে যায়। বড়রাস্তার ময়লার গাড়ী কেবল সবসময় খুব ভোরে সময়মতো এসে নিয়ে যেতে পারেনা।তবু পরিচ্ছন্নতাকর্মীরা নীরবে মাথা নীচু করে সব আবর্জনা পরিস্কার করে নিয়ে যায় বলে নগরবাসী অনেকেই শান্তি ও স্বস্তিতে আছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।