আমাদের কথা খুঁজে নিন

   

সিলেট বাংলাদেশের রাজধানী



ঢাকা বাংলাদেশের রাজধানি। কথাটি এ মুহুর্তে কয়জন ঢাকাবাসী বিশ্বাস করে সে নিয়ে একটি জরিপ হতে পারে। সিলেট থেকে আত্মীয় বন্ধু বান্ধব বলছে সিলেট টাউনে সারাদিনে আড়াই ঘন্টা লোডশেডিং হয়। তাছাড়া সেখানে পানি,গ্যাসের কোনো সংকট নেই। আমি বললাম এখনই সরকারের উচিত সিলেট কে বাংলাদেশের রাজধানী ঘোষণা দেয়ার।

একটি দেশের রাজধানী তো তাকেই ঘোষণা করা হয় যার সকল অবকাঠামো উন্নত। সকল সুযোগ সুবিধা প্রাপ্ত। কিন্তু একি দেখছি এই ডিজিটাল আমলে। রাজধানীতে মাসের পর মাস পানি নেই , মাসের পর মাস গ্যস নেই,আর বছরের পর বছর বিদ্যুৎ সংকট বেড়েই চলেছে। ঢাকায় বিদ্যুৎ দিলে গ্রামে বিদ্যুৎ পাওয়া যায় না।

ঢাকায় গ্যস সরবরাহ করলে শিল্প কারখানায় গ্যস টান পড়ে। পানি সংকটের কারণ পাম্প লাগানো হয়নি সময় মত। বলি সময় মত পানির বিল তো নিচ্ছে ওয়াসা। তাহলে পানির পাম্প লাগাতে এত সময় লাগছে কেন? ঢাকার গ্যসে কি দেশের সকল শিল্প কারখানা চলে? ঢাকার বিদ্যুৎ কি সারাদেশের বিদ্যুৎ এর চাহিদার সমান। নরসিংদি থেকে মাসতুতু ভাই এসে বলল।

পল্লী বিদ্যুৎ তাদের এলাকাতে কোনো লোডশেডিং দেয় না। কথাটা বিশ্বাস করছিলাম না। কিন্তু সরেজমিনে গিয়ে গতবার ঘটনার সত্যতা দেখে এসেছিলাম। আসলে বিদ্যুৎ ব্যবস্থার ওপর সরকারের কোনো নিয়ন্ত্রই নেই। যেভাবে একজন সাবেক বিদ্যুৎ সচিব।

নিজের নামে ডেসকোর সকল শেয়ার কিনে নিজেকে একজন চরম দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল তাদের সমগোত্রীয় দের হাতেই রয়েগেছে বিদ্যুতের নিয়ন্ত্রন। এদেরকে প্রশাসন থেকে যেদিন ঝেটিয়ে বিধায় করবে সরকার সেদিন এদেশে মানুষের সব ধরনের সংকট থেকে উত্তরণ ঘটবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.