আমাদের কথা খুঁজে নিন

   

গ্রস ন্যাশনাল সাফারিং। দেশের মানুষের কষ্ট এবং যন্ত্রণার একটা হিসেব।

এইটা আমার ব্লগ। একটা দেশের বাৎসরিক অর্থনৈতিক প্রগতি মাপার জন্যে ইনডিকেটর হল GDP-দেশের বার্ষিক দেশজ সম্পদ উৎপাদন এর প্রবৃদ্ধি দিয়ে যাকে মাপা হয় । ভুটানের রাজা বলেছিলেন তিনি GDP নিয়ে টেনশন নেন না। তিনি একটা ইনডিকেটর চান তাহলো GNH, গ্রস ন্যাশনাল হ্যাপিনেস-দেশের মানুষের আনন্দের একটা হিসাব। আমার মনে হয়, আমাদের দেশের প্রেক্ষাপটে আর একটা ইনডিকেটর দরকার।

তা হল GNS। গ্রস ন্যাশনাল সাফারিং। দেশের মানুষের কষ্ট এবং যন্ত্রণার একটা হিসেব। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের বেচে থাকার যন্ত্রণার তুলনা হবে এই ইনডিকেটর দিয়ে। এই দেশে মানুষের বেচে থাকার যে যন্ত্রণা, কোর্ট এ গিয়ে বিচার প্রার্থী মানুষের যন্ত্রণা, পুলিশ এর কাছে অন্যায় এর স্বীকার মানুষের ভোগান্তি, বিল্ডিং ভেঙ্গে হাত পা কাটা পোষা শ্রমিকের সারা জীবন কোন ধরনের সহায়তা ছাড়া বেচে থাকার যন্ত্রণা, যারা মারা গ্যেছে তাদের শিশুদের এতিম হয়ে বাবা মার স্নেহ বঞ্চিত হয়ে বড় হওয়ার যন্ত্রণা, দেশের ঘরে ঘরে কুচিকিৎসা এবং অবহেলায় মৃত মানুষের পরিবার এর আজীবনের যন্ত্রণা, সড়ক দুর্ঘটনায় মৃত মানুষের পরিবার এর যন্ত্রণা, চাকুরী এর খোঁজে দারে দারে ঘুরে বেড়ানো বেকার দের যন্ত্রণা, এম বি এ পাস করে, ১০ হাজার থে ১২ হাজার টাকার চাকরি করার যন্ত্রণা এবং বছর এর পর বছর সুযোগ না পেয়ে একই বেতনে চাকরি করার যন্ত্রণা এবং পরিবার কে সাপোর্ট করতে পারার ব্যর্থতার যন্ত্রণা, কাল হয়ে জন্ম নেয়ার যন্ত্রণা, মেয়ে হয়ে জন্ম নেয়ার যন্ত্রণা, ঘরে ঘরে শিশু শ্রমিক দের বাবা মা থেকে দূরে সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত কাজ করার যন্ত্রণা, কঠিন দারিদ্রের যন্ত্রণা, বিধবা হয়ে সমাজের কাছে নিষ্পেষিত হওয়ার যন্ত্রণা, ৭০ বছর বয়সে রিক্সা চালিয়ে দিন যাপনের যন্ত্রণা -আর কত উদাহরণ দিব।

এই সূচক টা চালু হলে নির্দ্বিধায় যন্ত্রণার সূচকে বাংলাদেশের বিশ্বের এক নাম্বার দেশের স্থান দখল করবে । যেই দেশে ৮০% মানুষের বেচে থাকার জন্যে ন্যূনতম অর্থনৈতিক সামর্থ্য থাকেনা , সমাজে ঘরে ঘরে সামাজিক বৈষম্য এবং অত্যাচার এর সংস্কৃতি আবহমান কাল ধরে চলে আসে এবং অদক্ষ প্রশাসন এবং দুর্বিত্ত রাজনীতির হাতে দেশের সব গুলো ইন্সটিটিউশন ভেঙ্গে পরে, রাষ্ট্রীয় দুর্নীতির হাতে বিশ্ব প্রগতির মুখে যে দেশে ক্রমাগত পিছিয়ে যেতে থাকে , সেই দেশে জন্ম মৃত্যু এই দুই প্রান্ত সীমার মধ্যে যে স্বাভাবিক যাতনা আর আনন্দ আছে, তা ভারসাম্যহীন। যন্ত্রণা সব দেশে আছে। কিন্তু আমাদের দেশের ,রাষ্ট্র, আর সমাজ মিলে যন্ত্রণা ময় জীবন কেই আজ স্ট্যান্ডার্ড হিসেবে দাড় করিয়েছে। আজ তাই এই GNS বা গ্রস ন্যাশনাল সাফারিং এর পরিমাপ হলে আমরা জানতে পারবো, একটা সুবিধা ভোগী অংশ বাদে দেশের বাকি জনগোষ্ঠী কি অসহনীয় যন্ত্রণার মধ্যে বেচে আছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।