আমাদের কথা খুঁজে নিন

   

ন্যাকেড রিয়েলিটি শো!

আমরা টেলিভিশন খুললেই দেখতে পাই নানা রিয়েলিটি শো। এবার প্রথম নারীদের নিয়ে শুরু হয়েছে ন্যাকেড রিয়েলিটি শো। ডেনমার্কের একটি টেলিভিশনে প্রচারিত হচ্ছে এই নতুন ব্যাতিক্রমধর্মী টিভি রিয়েলিটি শো’টি।

শো’তে দেখা যায় একজন নারী পুরোপুরি নগ্ন হয়ে দাঁড়িয়ে আছেন হলভর্তি দর্শকের সামনে। স্পট লাইট সম্পূর্ণ পড়েছে নগ্ন নারীদেহের পর।

মূর্তির মতো নিশ্চুপ দাঁড়িয়ে থাকবে মেয়েটি। তার সামান্য সামনে হালকা আলোতে মুখোমুখি বসে আছে দু'জন পুরুষ হোস্ট। তারা চোখের সামনে থাকা নারীদেহের প্রলেপ, খাঁজ এবং শৈল্পিক ঢেউ নিয়ে পরস্পর আলোচনা করতে থাকে। সেই বর্ণনা শুনে হলভর্তি দর্শক হাত তালি দিয়ে অভিনন্দন জানান সেই নগ্ন নারীকে। আর এই পুরো দৃশ্য ক্যামেরায় বন্দী করে সেটা টেলিভিশনে প্রচার করা হচ্ছে।

আয়োজকরা এই শো’কে শিল্পকলা হিসেবে দেখাতে চাইলেও, এ রিয়েলিটি শো'এর মাধ্যমে নারীকে শুধু অবমূল্যানই করা হচ্ছেনা, করা হচ্ছে হেয়। তাছাড়া নারীদেরকে পণ্য হিসাবে উপাস্থাপন করা হচ্ছে এ শো'টির মাধ্যমে।

শো’র অংশগ্রহণকারী প্রতিটি মেয়েকে দেয়া হচ্ছে আড়াই শো ইউরো করে। তাছাড়া পারিশ্রমিকের টাকা দর্শকদের সামনে নগ্ন অবস্থায় মঞ্চের ওপরই দিয়ে দেয়া হয়।

ইতোমধ্যেই দেশটিতে অনুষ্ঠানটিকে ঘিরে চলছে উত্তেজনা আর তুমুল বিতর্ক।

এ ধরনের একটি শো কিভাবে সরকারী ছাড়পত্র পেলো, তা নিয়েও প্রশ্ন উঠেছে দেশটিতে। নারীকে এভাবে উপস্থাপনের জন্য বিশ্ব গণমাধ্যমেও এখন বিতর্কের ঝড়। নির্মাতারা দাবি করছেন, ‘এটি একটি কাব্য, নগ্নতা নয়। ’

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.