আমাদের কথা খুঁজে নিন

   

শিরোনামহীন


দুইটি যুগ পার করেও আজ়ো আমি সাংগুর পাড় ধরে হাটছি গন্তব্যহীন নিরলস পথচলা আমি দুই যুগ ঘুমাই নি আমি পৃথিবী দেখব আমি পৃথিবীকে চিনব... ..................... আমি ভোরের আলোয় পাখিদের ঘুম ভাঙ্গা দেখেছি খরখরে রোদে কৃষকের তৃপ্ত ক্ষুধা নিবারন হারিকেনের আলোয় অমাবস্যার রাতে ভাসা নৌকায় এক ক্লান্ত মাঝির সুখী পরিবার...............। । ............................................. আমি পাহাড়ি ঢল দেখেছি মাছ শিকারে বিভৎস সাপের শীতল চোখ আর মাছের আর্তনাদ আমি অবিশ্রান্ত বর্ষা দেখেছি কি অপূর্ব আর কত নির্মম............ ................................. আজ হটাৎ স্রোতের ভিতর আমার কাঁপা ছায়া দেখলাম চমকে উঠেছি আমি ওই কাঁপা ছবির মানুষটাকে তো আমি চিনি না অজানা অচেনা কোন অপচ্ছায়া সা্রা পৃথিবী চিনতে গিয়ে নিজেকেই চিনিনি এখনো...। ...........................।। এখানেই আমার পথের সমাপ্তি আমি আমাকে চিনব আমি আমাকে দেখব শিরোনামহীন পদ্য হয়ে আর নয় এবার আমার একটা শিরোনাম হবে.........।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।