আমাদের কথা খুঁজে নিন

   

নাম এখনও ঠিক করি নাই

salehin.arshady@gmail.com

কিছুই করার নাই। ২দিন পর engineering পরীক্ষা, পড়তেও ইচ্ছা করতেসে না। আর পরীক্ষা আসলেই সব আজাইড়া কাজের বুদ্ধি মাথায় আকুপাকু করতে থাকে। হঠাত্ একটা প্রবাদ মনে পরে গেল....নাই কাজ তো খই ভাজ.... অনেকদিন থেকেই বাংলায় কিছু লেখার ইচ্ছা ছিল। বাংলায় কিছু লেখার কথা ভাবলেই মনোজ স্যার এর কথা মনে পরে।

ছোট বেলা থেকেই বাংলা subject টাকে যমের মত ভয় পাই। বাংলার চেয়ে english ই বেশি সহজ মনে হয়। । আর এই জন্য আমি অনেক লজ্জিত। একদিকে আমি দেশপ্রেম নিয়ে বুলি কপচাই, আমার ভাষা নিয়ে গর্ব বোধ করি...আর অপরদিকে বাংলা ব্যকরণ শব্দটা শুনলেই গায়ে জ্বর আসে।

....সমাস,সন্ধি,কারক ইত্যাদি যে কেন মাথায় ধুকতোনা...আল্লাহ মালুম। স্কুল কলেজের বৈতরণী পার করলাম মনোজ স্যার এর কল্যানে। অনেকদিন হল স্যার মারা গেছেন। কিন্তু আমি জানি...আমার এই ভুল-ভাল পোস্ট পড়ে উপরে বসেই উনি তার style এ গালি ঝারতেসেন (you bloody swine....বাংলার দুঁদে শিক্ষক হয়েও উনি গালি দিতেন ইংরেজী তে...আমাকে বাংলায় গালি দিলে নাকি বাংলার অপমান) আর আসেপাসে একটা duster খুঁজতেসেন...আর আমার মাথা বরাবর bull's eye করার অভিপ্রায় ব্যক্ত করতেসেন। sorry sir...আমি এখনো বাংলা পারিনা....এখন ও কিছু লিখতে গেলে হাত কাঁপে।

১০বার ভাবি...বানান টা কি ঠিক হইল? এখন তো বাংলায় কিছু লেখাও হয়না...তবে আমার signature টা আমি বাংলাতেই দেই (যদিও এর জন্য প্রায়ই ভুগতে হয়...কেউই আমার proxy দিতে পারেনা)। কি লিখতে বসছিলাম আর কি লিখলাম। ট্রেন থেকে লাইন সরে গেসে.... পুরানো দিনের কথা মনে পরে গেল। কত ভাল ,কত মজার কত সহজ কত রঙ্গিন ছিল জীবন। কারেন্ট চলে গেসে...এখন থামি।

[চলবে...আজাইড়া থাকলে চলবে...]


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।