আমাদের কথা খুঁজে নিন

   

লেপটপ কাব্য ১

সাপ-লুডু খেলছি বিধাতার সঙ্গে

১/গল্পের শুরুতে যতটা আনন্দ থাকে, শেষে থাকে সমানুপাতিক বিষাদ। ২/তোমাকে ছুয়েঁছি আজ, কল্পনার লাগাম থামেনি তবু, থেমে গেছে ঘুম। ৩/তুমি হাসলে বিষাদ আমার ঘরের ছানি হয়ে বসে। ৪/মাঝে মাঝে নদীর সঙ্গে সহবাস করি, তিমির সঙ্গে বন্ধুত্ব। ৫/তোমার কথা ভাবলেই, আমার নষ্ট হয়ে যেতে ইচ্ছে করে।

৬/আকাশের কোন পরিসীমা নেই, সীমা আছে। ৭/রাজার কি আছে? আমার তুমি আছো। অহঙ্কারি আমি। ৮/নদীর নাম দিলাম ময়ূরাক্ষি, তোমার নাম দিলাম জল। ৯/তুমি চাইলে সব দলিল করে দেবো, কিন্তু তুমি চাইতে জানো তো।

১০/কেউ কেউ হারতে হারতে জিতে, কেউ স্রেফ জিতে হেরে যায়। ১১/বানের জলে সব ভেসে যায় না, আবাদী ফসলের জন্য কিছু পলিও আসে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.